অক্সিজেনের অভাবে অকালে ঝরে যাচ্ছে প্রাণ , মোদীর ‘মন কি বাতে’ সেই ধৈর্যের বার্তা

এই বক্তব্যের পরে নেটনাগরিকরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে। জানতে চেয়েছেন,' স্বজন হারানোর কষ্ট কি আপনি বোঝেন?'
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্যাপকভাবে ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় আতঙ্কিত গোটা বিশ্ব। নিশানায় নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মূলত অক্সিজেন ও ভ্যাকসিনের অভাব নিয়ে কেন্দ্রকে নিশানা করছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে ফের ‘মন কি বাত’-এ নরেন্দ্র মোদী ধৈর্য্য ও সহনশীলতার বার্তা দিলেন।

রবিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিলাম আমরা। সেই কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাস এসেছিল। কিন্তু এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘করোনা আমাদের সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে। করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে।’

আরও পড়ুন: ফের অক্সিজেনের অভাবে মৃত্যু, দিল্লির হাসপাতালে প্রাণ গেল ২০ রোগীর

বিজেপি বিরোধী প্রতিটি রাজ্যই ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে নরেন্দ্র মোদীর সরকারের দিকে আঙুল তুলেছে। যদিও এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘আপনারা জানেন রাজ্যে রাজ্যে বিনামূল্য টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪৫-এর ঊর্ধ্বে সকলে তার সুবিধা পাবেন। ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বে হলেই টিকা পাবেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সবরকমভাবে সাহায্য করছে কেন্দ্র।’

এই বক্তব্যের পরে নেটনাগরিকরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে। জানতে চেয়েছেন,’ স্বজন হারানোর কষ্ট কি আপনি বোঝেন?’ অনেকে বলেছেন, এসব বেকার কথা না বলে, কাজের কাজ করুন।

আরও পড়ুন: তুঙ্গে করোনা, এখন PM CARES র টাকায় ৫৫১টি অক্সিজেন প্ল্যান্টের কথা ভাবছে কেন্দ্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest