Election 2021: অসমে গিয়েই ‘ঝুমুর’ নাচে পা মেলালেন প্রিয়াঙ্কা, মোদীর ভরসা ‘গামোসা’

অসম পাখির চোখ কংগ্রেসের। তাই বারবার রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধি, যাচ্ছেন নির্বাচনী প্রচারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসম পাখির চোখ কংগ্রেসের। তাই বারবার রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধি, যাচ্ছেন নির্বাচনী প্রচারে। মূলত সিএএ নিয়ে অসমবাসীর মনে রয়েছে তীব্র ক্ষোভ, যার এফেক্ট পড়বে সরাসরি ভোটবাক্সে। আর সেই ইস্যুকে কাজে লাগিয়েই অসমবাসীর মন জয়ে বদ্ধপরিকর কংগ্রেস। আগামী দু’দিনের জন্য অসম সফরে গিয়েছেন প্রিয়াঙ্কা। এদিন অসমে লক্ষীপুরে গিয়েই চমইক দিয়েছেন কংগ্রেস নেত্রী। অসমের ঐতিহ্যবাহী ‘ঝুমুর’ গানে তালে তাল মিলিয়ে নাচলেন প্রিয়াঙ্কা।

দু’দিনের নির্বাচনী প্রচারে অসমে এসেছেন প্রিয়াঙ্কা৷ সোমবার অসমের উত্তর লাখিমপুর জেলার সোনারি গাঁও পঞ্চায়েত এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে ছিলেন প্রিয়াঙ্কা৷ সেখানে গিয়েই মহিলা চা-শ্রমিকদের সঙ্গে অসমের লোকনৃত্য ‘ঝুমুর’-এর তালে পা মেলালেন তিনি৷ কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকেই সেই ভিডিও পোস্ট করা হয়েছে৷

এদিন সকালে প্রিয়াঙ্কা গুয়াহাটির জাগ্রত কামাখ্যা মন্দিরেও পুজো দেন৷ প্রিয়াঙ্কা জানান, দীর্ঘদিন ধরেই তাঁর এই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা ছিল৷ অবশেষে সেই দিন এল৷ প্রিয়াঙ্কা বলছেন, “আমি নিজের ও পরিবারের পাশাপাশি অসমের মানুষের জন্য প্রার্থনা করেছি৷”

আরও পড়ুন: ১০০ টাকা খরচ করে ১ কোটির মালকিন গৃহবধূ

আগামী ২৭ মার্চ থেকে তিন দফায় অসমে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে অসমের বন্ধ এবং বেহাল অবস্থায় থাকা চা বাগানেই কংগ্রেসের ফোকাস৷ সেখানকার চা শ্রমিকদের চরম দুর্দশার কথাও ভোট প্রচারে সামনে নিয়ে আসতে চাইছে কংগ্রেস৷

অন্যদিকে, অসমের ‘গামোসা’ পরে টিকা নিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণের দায়িত্বে ছিলেন কেরালা এবং পুদুচেরির দুই নার্স। তাত্‍পর্যপূর্ণভাবে যে তিন রাজ্যেই মাসখানেকের বিধানসভা ভোট আছে। তাই স্বভাবতই নির্বাচনী মাত্রাও জুড়ে গেল।

এই ‘গামোসা’ মোদীকে উপহার হিসেবে দিয়েছিলেন অসমের একদল মহিলা।এদিন সুচারু ভাবে গোটা বিষয়টিকে কাজে লাগলেন তিনি।

আরও পড়ুন: ডিজিটাল দুনিয়ায় নিয়ন্ত্রণের চেষ্টা, সমালোচনার মুখে মোদী সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest