Site icon The News Nest

ভোট, মিড ডে মিল রান্না শিক্ষকদের কাজ নয়, তাঁরা শুধু পড়াবেন:কেন্দ্র

Mid Day

পড়ানোর কাজের বাইরে বিভিন্ন কাজ করা নিয়ে দীর্ঘদিন ধরেই অনুযোগ করতেন শিক্ষকরা। নয়া শিক্ষানীতিতে শিক্ষকদের বড়সড় সুখবর শোনাল কেন্দ্র। জানানো হল, স্কুলের শিক্ষকরা শুধু পড়াবেন। তাঁরা অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকবেন না।

বুধবার নয়া শিক্ষানীতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, শিক্ষকরা শুধু পড়ানোর কাজে যুক্ত থাকবেন। ভোট বা অন্যান্য প্রশাসনিক-সহ অন্যান্য কোনও কাজে তাঁদের নিযুক্ত থাকতে হবে না। সেই নথিতে বলা হয়েছে, ‘অশিক্ষামূলক কোনও কাজে শিক্ষকরা যে অনেক সময় দেন, তা রুখতে পড়ানোর সঙ্গে সরাসরি যুক্ত কাজ ছাড়া অন্য কোনও কাজে তাঁরা আর নিযুক্ত হতে পারবেন না।’

আরও পড়ুন : দেশে এল রাফাল,৩ মাসেই দেশে আর্থিক ঘাটতি ৬.৬২ লক্ষ কোটি !

কোন কোন কাজে শিক্ষকদের আর নিযুক্ত করা যাবে না, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে। সেই নথিতে বলা হয়েছে, ‘শিক্ষকরা ভোটের কাজ, মিড ডে মিল রান্না এবং কঠোর প্রশাসিক কাজে যুক্ত থাকবেন না, যাতে তাঁরা পুরোপুরি পড়ানো-শেখানো দায়িত্বে মনোযোগ দিতে পারেন।’

এমনিতেই গ্রাম-গঞ্জের স্কুলগুলিতে মিড ডে মিলের রান্নার গুনগত মান নিয়ে প্রায় অভিযোগ শুনতে হয় শিক্ষদের। বহু অভিভাবক পড়ার থেকে পুত্র -কন্যাদের খাওয়া দাওয়ার খোঁজ খবরই নেন স্থানীয় মাস্টারমশায়দের কাছে। তাতে মাস্টারমশায়রা প্রচন্ড বিরক্ত হন। কেউ কেউ একমনটাও বলেছেন, ‘কই আপনার ছেলের পড়াশুনার ব্যাপারে তো কিছু জিজ্ঞাসা করেন না?’ তাই শুনে কান এঁটো করা হাসি দিয়ে কোনও কোনও অভিভাক জানিয়েছেন, সেতো আপনারা নিশ্চয় ঠিক করেই করছেন। আপনাদের ওপর আমাদের ভরসা আছে।

আরও পড়ুন : বিরাট কোহলিকে গ্রেপ্তারের দাবি, মামলা দায়ের মাদ্রাজ হাই কোর্টে

 

Exit mobile version