নেপালের পুরনো মানচিত্র ব্যবহার করে ভারতবাসীকে দশেরার শুভেচ্ছাবার্তা ওলির, শুরু নতুন জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতবাসীকে বিজয়া দশমী তথা দাসেরার অভিনন্দন জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাঁর ব্যবহার করা মানচিত্রে দেখা যায়নি কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরাও।

কিছুদিন আগেই নেপালের নয়া মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে কালাপানি, লিপুলেখ কিংবা লিম্পিয়াধুরার মতো ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করা হয়েছিল। ভারতের পিথোরাগড় জেলার ওই তিনটি স্থানকে নেপাল তাদের নতুন মানচিত্রে স্থান দিয়েছিল।

গত ২০ মে নেপালের পক্ষ থেকে যে নতুন মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল, সেই মানচিত্রটি ১৩ জুন নেপালের সংবিধানেও পাস করিয়ে নেওয়া হয়েছিল। ফলে নেপালের পক্ষ থেকে সরকারিভাবে ভারতের ওই তিনটি স্থানকে নেপালের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়েছিল।

আরও পড়ুন: বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না সিবিআই! বাংলার পথেই হাঁটল মহারাষ্ট্র

এ দিকে ওলির এই কাজে নেপালি কংগ্রেস-সহ বিরোধী দলগুলি বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী পার্লামেন্টের সিদ্ধান্তের অবমাননা করেছেন।  পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ওলির এই কীর্তির কড়া সমালোচনা করেছেন নেপালের মানুষ। তাঁদের দাবি, গত বৃহস্পতিবার ভারতের রিসার্চ অ্যান়্ড অ্যানালিসিস উইং (R&AW) প্রধান সমন্ত কুমার গোয়েলের সঙ্গে আলোচনার পরেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

দিন পনেরোর মধ্যে নেপাল সফরে যাবেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে। তার আগে ওলির এই পদক্ষেপ জোর জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।

আরও পড়ুন: লম্বা দাড়ি রেখেছেন মোদী,অথচ যোগীরাজ্যে সে কারণেই সাসপেন্ড ইন্তেজার আলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest