সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে বসলেন জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিহারের রাজভবনে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চারবারের সাংসদ তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী।গতবার উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন বিজেপির সুশীল মোদি। এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে বলে সূত্রের খবর।
এদিনের শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। তবে শপথগ্রহণের অনুষ্ঠানে বয়কট করে আরজেডি ও কংগ্রেস।
এবার বিহার নির্বাচনে নিজেদের শক্তি খুইয়েছে জেডিইউ। আসনের নিরিখে রাজ্যের তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে নীতীশের দল। ৭৩টি আসন দখল করেছে বিজেপি। তারপরেও কোনও বিজেপি বিধায়কের মুখ্যমন্ত্রী না হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের কথায়, কার্যত ‘দয়া’ করে নীতীশকে এই পদে বসাচ্ছে বিজেপি ও শরিকরা।
#WATCH: Nitish Kumar takes oath as the Chief Minister of Bihar for the seventh time – his fourth consecutive term. pic.twitter.com/5jcZXabSYw
— ANI (@ANI) November 16, 2020
নীতীশের শপথের পরেই টুইট করেন তেজস্বী যাদব।
आदरणीय श्री नीतीश कुमार जी को मुख्यमंत्री ‘मनोनीत’ होने पर शुभकामनाएँ। आशा करता हूँ कि कुर्सी की महत्वाकांक्षा की बजाय वो बिहार की जनाकांक्षा एवं NDA के 19 लाख नौकरी-रोजगार और पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई जैसे सकारात्मक मुद्दों को सरकार की प्राथमिकता बनायेंगे।
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 16, 2020
সোমবার একটি টুইটবার্তায় আরজেডির তরফে বলা হয়েছে, ‘শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি। এনডিএয়ের বিরুদ্ধে জনমত ছিল। রাজ্যের নির্দেশে জনমত পালটে গিয়েছে। বিহারের বেকার, চাষি, চুক্তিভিত্তিক শ্রমিক এবং কর্মরত শিক্ষকদের জিজ্ঞাসা করুন, তাঁদের কীরকম মনে হচ্ছে। এনডিএয়েের জোচ্চুরির ক্ষেত্রে জনগণ তিতিবিরক্ত। আমরা জনগণের প্রতিনিধি এবং তাঁদের পাশে আছি।’
জেডিইউ-র তরফে ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়া লাল চৌধুরি। এদিন তাঁরা রাজভবনে শপথ নেন। এনডিএ শরিক হিন্দুস্তানি আওয়ামি মোর্চা প্রধান জিতন রাম মাঁঝির ছেলে সন্তোষ কুমার সুমন এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিও ক্যাবিনেট মন্ত্রিত্ব পাচ্ছেন।
Patna: Bharatiya Janata Party (BJP) leaders Tarkishore Prasad and Renu Devi take oath as the Deputy Chief Ministers of Bihar. pic.twitter.com/60kHuDDzOC
— ANI (@ANI) November 16, 2020
আরও পড়ুন: Snowfall in Kashmir: মরসুমের প্রথম তুষারপাত, বরফের চাদরে ঢাকল কাশ্মীর