করোনা তাড়াতে নরবলি, পূজারীর দা-এর কোপে মুণ্ডচ্ছেদ ভক্তের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরী: করোনা তাড়াতে নরবলি দিতে হবে। স্বপ্নাদেশ পেয়ে বছর পঞ্চান্নর এক ব্যক্তির মুণ্ডচ্ছেদ করলেন ওডিশার দেবী ব্রাহ্মণী মন্দিরের বৃদ্ধ পুরোহিত। 

পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে স্বপ্নে দৈব আদেশ শুনতে পান বলে দাবি করেছেন কটকের নরসিংহপুর ব্লকের বান্ধাহুদায় দেবী ব্রাহ্মণী মন্দিরের পুরোহিত ৭০ বছর বয়েসি সংসারী ওঝা। স্বপ্নে তাঁকে দেবী ব্রাহ্মণী আদেশ দেন, করোনা অতিমারি থেকে রক্ষা পেতে হলে নরবলি দিতে হবে।

বুধবার রাতে মধ্যবয়েসি ভক্ত সরোজ কুমার প্রধান ওই মন্দিরের ভিতরে সাষ্টাঙ্গে প্রণাম করার সময় পিছন থেকে এসে দা দিয়ে পর পর তাঁর ঘাড়ে কোপ মেরে দেহ থেকে মুণ্ডচ্ছেদ করে দেন পুরোহিত সংসারী।   

আরও পড়ুন: Fake Alart: উত্তরাখণ্ডে বিধ্বংসী দাবানলের খবর পুরোপুরি মিথ্যে, জানাল রাজ্য বনদপ্তর

আথাগড়ের মহকুমা পুলিশ আধিকারিক অলোক রঞ্জল রায় জানিয়েছেন, পরে ওই পুরোহিত পুলিশেক কাছে আত্মসমর্পণ করে অপরাধ কবুল করেন। জেরায় তিনি গোয়েন্দাদের দৈব স্বপ্নাদেশের কথা জানান। 

তবে পুলিশের দাবি, নিহত সরোজের সঙ্গে গ্রামের বাইরে এক আমবাগান কেন্দ্র করে সংসারীর পুরনো শত্রুতা ছিল। ঘটনায় অভিযুক্ত সংসারী ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনের হাতিয়ার সেই দা।

আরও পড়ুন: লকডাউন তুলতে এখনই রাজি নয় রাজ্য, চলবে না লোকাল ট্রেনও! দিল্লিকে জানাল নবান্ন

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest