নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই দেশজুড়ে অনলাইনে সদস্য হিসেবে নাম নথিভূক্তকরণ শুরু হয়েছে। সেই তালিকা শুরু হওয়ার পর অনলাইনে নাকি বিজেপির সদস্য হওয়ার জন্য আবেদন করেছে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসারাম এবং গুরমিত রাম রহিম সিং! এমনকি বিজেপির অনলাইন সদস্যের তালিকায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম ও ছবি!
বিজেপির সদস্য হিসাবে ইমরান খানের ডিজিটাল পরিচয়পত্র বেশ ক’দিন ধরেই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকের মোবাইলে ছড়িয়ে পড়েছে। যেখানে পরিষ্কার তাঁর নাম এবং দেশ লেখা। হাত ঘুরে সে পরিচয়পত্র আমদাবাদ শহরে বিজেপির সাধারণ সম্পাদক কমলেশ পটেলের মোবাইলে এসেও পৌঁছয়। বিজেপি সদস্য হিসাবে পাক প্রধানমন্ত্রীর নাম দেখে তাজ্জব হয়ে যান তিনি। পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। তার পরই অবশ্য সবটা খোলসা হয়।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও বসিয়ে দেওয়া হয়েছিল বিজেপির মেম্বারশিপ কার্ডে। তব এবার তার থেকেও সাংঘাতিক ঘটনা। মেম্বারশিপ কার্ডে বসে গেল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ। এইভাবে জাল কার্ড বানানোর জন্য গুজরাতের আমেদাবাদ থেকে ৪০ বছরের গুলাম ফরিদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে আমেদাবাদের শাহপুরের বাসিন্দা। শনিবার গুজরাতের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেল তাকে গ্রেফতার করেছে।
তাঁর মোবাইল থেকেই প্রথম এই ছবিগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়। শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। গুলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ধৃত ব্যক্তি নেহাতই মজার ছলে এই কাজ করেছেন নাকি এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কমলেশ পটেলের অবশ্য দাবি, ‘‘বিজেপির বদনাম করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি শেয়ার করেছেন ফরিদ।’’