গুগল প্লে স্টোর থেকে সরল একদা মোদির ‘ভরসার’ Paytm, ফের গ্রাহকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নীতি লঙ্ঘনের অভিযোগে গুগল প্লে স্টোর থেকে সরল Paytm। এর আগেও মোবাইল অ্যাপটির বিরুদ্ধে গ্রাহকদের তথ্য অনৈতিকভাবে ফাঁস করার অভিযোগ উঠেছিল। এই Paytm এর হয়ে বিজ্ঞাপন করেছিলেন স্বয়ং মোদী। টিভিতে তখন সর্বদায় বাজত Paytm কর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গুগল প্লে স্টোর থেকে গ্রাহকদের তথ্য ফাঁস করার অভিযোগে Paytm-কে শুক্রবার থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার সেখান থেকে ওই অ্যাপটিকে আর কেউ ডাউনলড করতে পারবেন না। তবে যে সমস্ত গ্রাহক বা ইউজার ইতিমধ্যেই নিজেদের মোবাইলে অ্যাপটি ব্যবহার করছেন তাঁরা এখনও পর্যন্ত আর্থিক লেনদেন করতে পারছেন বলেই খবর।

আরও পড়ুন : ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের, প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত!

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইডি সূত্রের খবর পাওয়া গিয়েছিল যে আর্থিক দুর্নীতির জন্য Paytm ব্যবহার করছিল একটি চক্র। এই ধরনের একটি অ্যাকাউন্টে ১ হাজার ২৬৮ কোটি টাকার লেনদেনের সন্ধান পাওয়া গিয়েছে। এর বেশিরভাগটাই হয়েছে Paytm-এর মাধ্যমে। Paytm-এর মাধ্যমেই ৩০০ কোটি টাকা আয় এবং ৬০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে ওই অ্যাকাউন্টটিতে। এই ধরনের আরও অনেক ছোটবড় অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। গতকাল ইডি আধিকারিকরা চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

Paytm এর তরফে ফিনটেক টুইট করে গ্রাহকদের আতংকিত হতে নিষেদ করেছে। বলা হয়েছে গ্গুগল প্লে স্তর থেকে App টি সরলেও আপনাদের টাকা সম্পূর্ণ নিরাপদে রয়েছে। Paytm টুইট করে জানিয়েছে, প্রিয় গ্রাহক,Google’s Play Store এ Paytm Android app আপাতত দেখাচ্ছে না। নিউ আপলোড অথবা আপডেটের জন্য এই সমস্যা হচ্ছে। খুবই শ্রীঘ্রই তা প্লে স্টোরে পাওয়া যাবে। আপনাদের টাকা নিরাপদে রয়েছে। আতংকিত হবেন না।

 

তিনজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন চিনা নাগরিক। ইডি সূত্রের খবর, চিনারা স্থানীয়দের HSBC ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কাজে লাগাত এবং অনলাইন ওয়ালেটেও এদের অ্যাকাউন্টই ব্যবহার করত। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তার দখল চলে যেত পুরোপুরি চিনাদের হাতে।

গতকাল ইডি আধিকারিকরা চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। তিনজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন চিনা নাগরিক। ইডি সূত্রের খবর, চিনারা স্থানীয়দের HSBC ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কাজে লাগাত এবং অনলাইন ওয়ালেটেও এদের অ্যাকাউন্টই ব্যবহার করত। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তার দখল চলে যেত পুরোপুরি চিনাদের হাতে।

প্রশ্ন উঠছে গালওয়ানে ও লাদাখে ঝামেলা না হলে কি এমনটা হত ? হঠাৎ করে যে কেন্দ্রের কাছে আকাশবাণীর মত সব খবর চলে আসছে তা কি আসত ? এই কদিন আগে গোটা দেশকে একমাত্র পেটিএমের ওপর ভরসা করতে বলেছিলেন মোদী। কদিন যেতে যেতেই তার গলায় উল্টো সুর।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest