‘এখন দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে,’ জাতির উদ্দেশে ভাষণে বললেন মোদী

১৯ মিনিটের ভাষণে স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই লকডাউনের পথে হাঁটছে না দেশ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবারও কি তাহলে লকডাউনের ঘোষণা করবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার খবরটা ছড়ানোর পর থেকেই সেই জল্পনাই ঘুরপাক খাচ্ছিল। তবে ১৯ মিনিটের ভাষণে স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই লকডাউনের পথে হাঁটছে না দেশ। বরং ছোটো ছোটো কনটেনমেন্ট জোন, করোনাভাইরাস বিধি পালনের উপর জোর দেওয়া হবে। সেইসঙ্গে রাজ্যগুলিকে আর্জি জানান, করোনা রোখার সর্বশেষ অস্ত্র হিসেবে যেন লকডাউনকে ব্যবহার করা হয়।

আর কী কী বললেন মোদী, দেখে নিন :

• করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে।

• স্বজনহারাদের সমবেদনা জানাই।

• করোনার বিরুদ্ধে লড়ছে দেশ

• ধৈর্য ধরে এগোতে হবে

• দেশ দিনরাত কাজ করছে

• হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে

• গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে

• দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে

• করোনা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে।

• আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে

• সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত

• দেশের কোল্ড চেন ব্যবস্থা অনুকূলে

• ২টি দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে

আরও পড়ুন: ভাঙল ঘুম? ২ শাহি স্নানের পর ‘প্রতীকী’ কুম্ভমেলার আর্জি মোদীর

• বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন উৎপাদন করছে ভারত

• ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা

• ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ

• দেশে করোনা পরীক্ষার জন্য পরীক্ষাগার, পিপিই কিট ছিল না

• কিন্তু আমরা এটা দ্রুত করেছি

• চিকিৎসকরা বেশি জীবন বাঁচাতে পেরেছেন

• অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনা হারাব, এটা আশা করি

• দেশবাসী সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসুন

• যুবকরা নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করুন, বার্তা মোদীর

• রাজ্য সরকারকেও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে বলব । পরিযায়ী শ্রমিকরা কেউ শহর ছাড়বেন না

• খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না

• দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে, বার্তা মোদীর

• লকডাউন এড়াতে সব ব্যবস্থা নেওয়া হবে

• রাজ্যগুলিকে অনুরোধ করব যেন তারা লকডাউনকে শেষ অস্ত্র হিসাবে প্রয়োগ করে, বললেন মোদী

আরও পড়ুন: করোনা আক্রান্ত কেজরিওয়ালের স্ত্রী, আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest