প্রণবের শারীরিক অবস্থার কোনও হেরফের হয়নি, জানাল হাসপাতাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন।

এ দিনের বুলেটিনে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ওঁর ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন উনি। প্রাক্তন রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন উনি।’’

আরও পড়ুন : হাড়হিম করা নৃশংসতা ! ধর্ষণের পর চোখ উপড়ে, জিভ কেটে খুন যোগী রাজ্যে

রবিবার দিল্লি ক্যান্টনমেন্টের সেনার রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির বিভিন্ন শারীরিক মানদণ্ড স্থিতিশীল আছে। তাঁর একাধিক কো-মর্বিডিটি আছে। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের পর্যবক্ষেণে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

হাসপাতালের বুলেটিন সামনে আসার আগে সকাল ১০টা নাগাদ টুইটারে তিনি লেখেন, ‘‘গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। ভগবানের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আগের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন উনি। ওঁর ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্র আবার আমাদের মধ্যে ফিরে আসবেন উনি। আপনাদের সকলকে ধন্যবাদ।’’

৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তাঁর। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই থেকে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।​ ছেলে হিসাবে অভিজিতের এই আবেগ সংগত বলে মনে করছেন অনেকে। তবে হাসপাতাল যা বলবে এক্ষেত্রে সেটাই শেষ কথা।

গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক ছিল।

আরও পড়ুন : অব্যাহত তিক্ততা! রাজভবনের চা-চক্রে গরহাজির মমতা, ঝাঁঝালো টুইট রাজ্যপালের

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest