যোগী-রাজ্যে নিজেদের সমর্থন ধরে রাখতে আজ ফের উত্তরপ্রদেশে পা রাখলেন রাজ্যের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বারাণসীতে পৌঁছে সটান চলে গেলেন গোবর্ধন রবিদাস মন্দিরে। মন্দিরে প্রার্থনা ও সন্ত নিরঞ্জন মহারাজের সঙ্গে সাক্ষাতের পরে মন্দিরের লঙ্গরখানায় মধ্যাহ্নভোজও সারলেন প্রিয়াঙ্কা। বললেন, ‘‘সরল সিধেসাধা ধর্মই খাঁটি ধর্ম। এর মধ্যে রাজনীতি বা ভেদাভেদের কোনও স্থান নেই। সন্ত রবিদাস যে ভক্তি আন্দোলনের দিশা দেখিয়েছিলেন, তাতে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমা, ভালবাসা, বিশ্বাস আর মানবসেবাই সেই ধর্মের আসল ভিত্তি।’’
এর আগে প্রয়াগরাজে গিয়ে পুণ্যস্নান করেছিলেন, নৌকায় চড়েছিলেন। স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে দেখাও করেছিলেন প্রিয়াঙ্কা।বুধবার সাহারানপুরে কিসান মহাপঞ্চায়েত থেকেই কার্যত উত্তরপ্রদেশের ভোটের ময়দানে নেমে পড়েছিলেন। বৃহস্পতিবার অধুনা নাম বদলে প্রয়াগরাজ হয়ে যাওয়া ইলাহাবাদের সঙ্গমে স্নান করে প্রিয়ঙ্কা সূর্যদেবতার পুজো করলেন। তার পর খালি পায়ে হেঁটে মনকামেশ্বর মন্দিরে গিয়ে মাথায় তিলক লাগিয়ে, ওড়না দিয়ে শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীর থেকে আশীর্বাদ নিলেন।
আরও পড়ুন: আচ্ছে দিন! মধ্যবিত্তের চাপ বাড়িয়ে এক মাসে তিনবার দাম বাড়ল রান্নার গ্যাসের
২০২২-এর উত্তরপ্রদেশ ভোটে যোগী আদিত্যনাথ অযোধ্যার রামমন্দিরকে কাজকে সামনে রেখে ময়দানে নামতে চাইছেন। প্রিয়ঙ্কার প্রয়াগরাজের পুজোর পরে প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি ‘নরম হিন্দুত্বে’র অস্ত্রকেও ঝোলায় রাখতে চাইছে? বুধবারই দেরাদুনে বিমানবন্দর থেকে সাহারানপুর রওনা হওয়ার সময় প্রিয়ঙ্কার হাতে রুদ্রাক্ষের মালা দেখে বিজেপি নেতারা নরম হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন।
কংগ্রেস নেতারা ঘরোয়া আলোচনায় বলছেন, এই রণকৌশলে দোষের কিছু নেই। বস্তুত ২০১৪-র ভোটে কংগ্রেসের হারের কারণ খুঁজতে গিয়ে এ কে অ্যান্টনি কমিটি বলেছিল, হিন্দুদের ক্ষোভও কংগ্রেসের হারের কারণ। তিন বছর পরে রাহুল গান্ধী গুজরাতের ভোটের সময় মন্দিরে গিয়ে নিজেকে পৈতেধারী হিন্দু বলে পরিচয় দিতে শুরু করেন। এ বার উত্তরপ্রদেশেও প্রিয়াঙ্কা গঙ্গার ঢেউয়ে ভর করে কংগ্রেসকে ক্ষমতার তীরে নিয়ে যেতে চাইছেন বলে মনে করা হচ্ছে।
২০২২-এ বিধানসভা ভোট উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কুর্সির দখল নিতে এ বার আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস। সেই সূত্রেই ঘনঘন যোগী-রাজ্যে পা রাখছেন রাহুল-প্রিয়াঙ্কা। আজ ফের ধীবরদের পাশে থাকার আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী। একই সঙ্গে নিশানা করলেন কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনকেও।
আরও পড়ুন: বক্সারের মতোই সিক্স প্যাক রাহুলের, নেটদুনিয়ায় ভাইরাল ছবি