Republic Day 2021: দিল্লির রাজপথে ‘সবুজ সাথী’ ট্যাবলো, সঙ্গে বাজল ‘আমরা যৌবনের দূত’

প্রথমবার প্রজাতন্ত্র দিবসে রাজপথের আকাশ কাঁপাল রাফাল!
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিবিধের মাঝে মিলনই প্রজাতন্ত্র দিবসের মূল সুর। সে মন্ত্রকে সামনে রেখেই দেশজুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের কুচকাওয়াজের প্রতিটি ট্যাবলোয় ঐতিহ্যের সঙ্গে আত্মনির্ভরতার বার্তা।রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পকে দিল্লির রাস্তায় তুলে ধরল পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, আমরা নূতন যৌবনেরই দূত।

মিশন কোভিড সুরক্ষা’। কোভিড-কালে ভারতের যে লড়াই সে লড়াইয়ের খণ্ডচিত্র ট্যাবলোয়।

প্রথমবার প্রজাতন্ত্র দিবসে রাজপথের আকাশ কাঁপাল রাফাল! ‘একলব্য’ ফর্মেশনে প্রথমবার প্রজাতন্ত্র দিবসে সামিল হল রাফাল যুদ্ধবিমান। সেই ফর্মেশনে একটি রাফাল, দুটি জাগুয়ার এবং দুটি মিগ-২৯ বিমান ছিল। ৩০০ মিটার উচ্চতায় এবং ঘণ্টায় ৭৮০ কিলোমিটার বেগে উড়ে যায় সেই ফর্মেশন।

সিলকা সমরাস্ত্র সিস্টেমের নেতৃত্ব দিলেন ১৪০ এয়ার ডিফেন্স রেজিমেন্টের (সেলফ প্রপেলড) ক্যাপ্টেন প্রীতি চৌধুরী। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার একমাত্র মহিলা বাহিনীর কমান্ডার।

উত্তরপ্রদেশের ট্যাবলো। এবারের থিম – রাম মন্দির।

ভারতীয় বায়ুসেনার ট্যাবলোয় আছেন ফ্লাইট লেফটেন্যান্ট ভবনা কন্থ। প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট হিসেবে বায়ুসেনার ট্যাবলোতে থাকলেন তিনি। যিনি দেশের প্রথম তিন মহিলা যুদ্ধবিমান পাইলটদের মধ্যে অন্যতম।

আরও পড়ুন: পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বিতর্ক বম্বে হাইকোর্টের রায়ে

কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়।

দিল্লির রাজপথে করোনাভাইরাস বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। উপস্থিত আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান-সহ বিশিষ্টরা। তাঁদের সামনে শক্তিপ্রদর্শন করা হচ্ছে।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: সিংঘু সীমান্তে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, কুচকাওয়াজের আগেই হুঙ্কার ট্র্যাক্টরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest