মুম্বই: মঙ্গলবারের হতাশা কাটিয়ে উঠল দালাল স্ট্রিট। বুধবার বাজার খুলতেই তড়তড়িয়ে উঠতে শুরু করে সূচক। গতকাল ঘোষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেগা প্যাকেজ’ বাজারের রক্তাল্পতা সাময়িকভাবে হলেও কাটিয়ে উঠতে পেরেছে বলেই মত বিশ্লেষকদের।
বুধবার সকালে বাজার খুলতেই ১১০০ পয়েন্টেরও বেশি চড়ে গেল সেনসেক্সের সূচক। ঊর্ধ্বমুখী নিফটিও। বুধবার বাজার খোলার সময় BSE Sensex-এর সূচক ১১২৯ পয়েন্ট অর্থাত্ ৩.৬০ শতাংশ চড়ে পৌঁছে যায় ৩২,৫০০-তে। NSE Nifty-র সূচক ৩১৬ পয়েন্ট অর্থাত্ ৩.৪৩ শতাংশ চড়ে হয় ৯৫১২।
এ দিন যারা সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে তারা হল, হিরো মোটোকর্প, ICICI ব্যাংক, LT, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, মারুতি অ্যান্ড বাজাজ ফিনান্স। তাদের শেয়ার ৬.৮৩ শতাংশ পর্যন্ত চড়েছে। লোকসান হয়েছে শুধু নেসলে ইন্ডিয়া, টিসিএস, ভারতী এয়ারটেল, সান ফার্মা ও HCL টেকের।
আরও পড়ুন: Lockdown 4.0: নয়া রং আর রূপ নিয়ে আসছে লকডাউন ৪, জানালেন প্রধানমন্ত্রী
আরবিআই এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে আর্থিক প্যাকেজ দিয়েছিল তা মোটেই যথেষ্ট নয়, এই অভিযোগ তুলে সরব হয়েছিল প্রায় প্রতিটি রাজ্য। তাদের প্রশ্ন ছিল, আমেরিকার মতো দেশ যেখানে কোভিড প্যাকেজের জন্য জিডিপির ১০ শতাংশ ধার্য করেছে, সেখানে ভারত তেমন পদক্ষেপ করছে না কেন? সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তাঁদের দাবিকেই মান্যতা দিলেন মোদী।
জানিয়ে দিলেন, আরবিআইয়ের আগের আর্থিক প্যাকেজের সঙ্গে মিলে নতুন এই ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ভারতের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ, যা দেশের ক্ষুদ্র, মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত, খেটে খাওয়া মানুষগুলোর মুখে হাসি ফোটাবে, আর ভারতকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাবে। আর সেই আত্মনির্ভরতার শক্তিতে ভর করেই একবিংশ শতক ভারতের সাফল্যের শতক হয়ে উঠবে।
আরও পড়ুন: ৪টেয় সাংবাদিক সম্মেলন, মোদীর ঘোষিত প্যাকেজে কী কী থাকছে? ব্যাখ্যা দেবেন নির্মলা