প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গেল নয়া বেঞ্চে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০০৯ সালের আদালত অবমাননার মামলায় আংশিক স্বস্তি পেলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এদিন প্রশান্ত ভূষণের বিরুদ্ধে হওয়া দুটি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলার শুনানি ছিল বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের।

২০০৯ সালের মামলাটি ভূষণের আইনজীবী রাজীব ধবনের করা আরজি মেনে অন্য বেঞ্চে সরিয়ে দিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অরুণ মিত্রর ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির কাছে মামলাটি অন্য বেঞ্চে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে মামলাটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠানোর সুপারিশ করেন। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠনের পরে আগামী ১০ সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : COVID আক্রান্ত ম্যানেজার, সপরিবারে কোয়ারেন্টাইনে অভিনেতা-সাংসদ দেব

বিচারপতি অরুণ মিশ্র আজ বলেন, ‘‘আমি আর বেশি দিন দায়িত্বে নেই। এই মামলাটি বিশদে শুনানির জন্য দিনে পাঁচ-ছ’ঘণ্টা সময় প্রয়োজন। প্রশান্তের আইনজীবী রাজীব ধওয়ান আজ বলেন, ‘‘২০০৯ সালে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমার মক্কেল বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আদালত অবমাননা করেছেন কি না, সাংবিধানিক বেঞ্চেই তার শুনানি হওয়া উচিত।’’

এদিন শুনানিপর্বে বিচারপতির মিশ্রের বেঞ্চ বলে, ‘‘প্রশ্নটি শাস্তির নয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার। মানুষ ন্যায়বিচার পাওয়ার ভরসায় আদালতে আসেন। যখন সেই বিশ্বাসের ভিত্তিতে আঘাত লাগে, তখনই সমস্যার সৃষ্টি হয়।’’

এদিন শুনানিপর্বে বিচারপতির মিশ্রের বেঞ্চ বলে, ‘‘প্রশ্নটি শাস্তির নয়, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার। মানুষ ন্যায়বিচার পাওয়ার ভরসায় আদালতে আসেন। যখন সেই বিশ্বাসের ভিত্তিতে আঘাত লাগে, তখনই সমস্যার সৃষ্টি হয়।’’

দ্বিতীয় মামলায় গত ১৪ অগস্ট দোষী সাব্যস্ত করা হয়েছে প্রশান্ত ভূষণকে।প্রধান বিচারপতি এস এ বোবদে নাগপুরে একটি বিখ্যাত ব্র্যান্ডের মোটরবাইকে চড়ে রয়েছেন— এমন একটি ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছিল। এর পরে সর্বোচ্চ আদালতের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভূষণ টুইটে লেখেন, ‘‘এ সব দিকে নজর না-দিয়ে প্রধান বিচারপতি দামী মোটরবাইকে চড়ছেন।’’ প্রধান বিচারপতির মাথায় হেলমেট নেই কেন, সেই প্রশ্নও তোলেন ভূষণ। দ্বিতীয় একটি টুইটেও সর্বোচ্চ আদালতের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রবীণ এই আইনজীবী।

আরও পড়ুন : ‘অকাল বোধন’! মহিষাসুরমর্দিনী রূপে সামনে এলেন মিমি…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest