Site icon The News Nest

‘তবলিঘি জামাতের জমায়েত থেকেও করোনা ছড়িয়েছে’, সংসদে জানাল কেন্দ্র

Markaz Tabligh

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েত থেকে কি করোনা (Corona Virus) ছড়িয়েছিল? শেষপর্যন্ত এ নিয়ে লিখিত ব্যাখ্যা দিল কেন্দ্র সরকার। শিব সেনার এক সাংসদের প্রশ্নের জবাবে প্রকৃত তথ্য প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি (G Kishan Reddy)।

তাদের দাবি, সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করে ওই জমায়েত করা হয়েছিল। সামাজিক দূরত্ব বিধির বালাই ছিল না সেখানে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের তাগিদও দেখাননি কেউ। সেখান থেকেই ব্যাপক আকারে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

শিব সেনার রাজ্যসভার সাংসদ অনিল দেশাই জানতে চেয়েছিলেন, “নিজামুদ্দিন মারকাজ এলাকায় তবলিঘি জামাতের (Tablighi Jamat) জমায়েত থেকে কি দিল্লি ও দেশের অন্যান্য প্রান্তে করোনা সংক্রমণ ছড়িয়েছে? জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি জানান, “এই জমায়েত থেকেও বহু মানুষ সংক্রমিত হয়েছেন। দিল্লি পুলিশের রিপোর্ট অনুযায়ী, পুলিশ প্রশাসনের নির্দেশিকা সত্ত্বেও বদ্ধ জায়গায় বহু মানুষ জমায়েত করেছিলেন। যেখানে মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করা হয়নি। সামাজিক দূরত্বের লেশমাত্র ছিল না।

আরও পড়ুন : শীঘ্রই বাজারে আসছে 5G ফোন OnePlus 8T, টিজার দেখা গেল আইপিএল ম্যাচে

গত ২৯ মার্চ দিল্লির নিজামউদ্দিন মরকজ থেকে মোট ২ হাজার ৩৬১ জনকে পুলিশ বার করে আনে বলে এ দিন রাজ্যসভায় জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। জি রেড্ডি বলেন, ‘‘তবলিগি জামাতে অংশ নেওয়া ২৩৩ জনকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। জামাত প্রধান মৌলানা মহম্মদ সাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।’’

তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। ৩৬টি দেশ থেকে আগত ৯৫৬ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ৫৯টি চার্জশিট জমা দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, পর্যটন ভিসায় ভারতে এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। ভিসা বাতিল করে ওই বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।

তবে দেশ জুড়ে যে মহামারি পরিস্থিতি দেখা দিয়েছে, তবলিগি জামাতের ঘাড়ে তার দায় চাপানোর তীব্র প্রতিবাদ করেছে বম্বে হাইকোর্ট-সহ বিভিন্ন রাজ্যের আদালত। অগস্ট মাসে ২৯ জন বিদেশি তবিলিগি জামাত সদস্য এবং ৭ জন ভারতীয় জামাত সদস্যের বিরুদ্ধে মহারাষ্ট্রে দায়ের হওয়া এফআইআর বাতিল করে দেয় বম্বে হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ।

আদালত আরও জানায়, নিজামউদ্দিনে আসা বিদেশিদের নিয়ে সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হয়। এমন একটা ছবি তৈরির চেষ্টা চলছিল যাতে মনে হয়, তাঁদের জন্যই ভারতে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। তা না করে এই মুহূর্তে দেশে যে অতিমারি দেখা দিয়েছে,  তাতে পরস্পরের প্রতি আরও সহিষ্ণু এবং সংবেদনশীল হওয়া উচিত।

বম্বে হাইকোর্ট বলে, ‘‘রাজনৈতিক চাপে পড়ে জামাত সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নিজামউদ্দিন মরকজে যাঁরা গিয়েছিলেন, তাঁদের নিয়ে বড় ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল। দেশ জুড়ে বিপর্যয় নেমে এলে, মহামারি পরিস্থিতি দেখা দিলে সরকার বলির পাঁঠা খোঁজার চেষ্টা করে। এ ক্ষেত্রে ওই বিদেশিদের বলির পাঁঠা করা হয়।’’

আরও পড়ুন : ‘গণতন্ত্রকে হত্যা করেছে BJP, জারি থাকবে প্রতিবাদ’,৮ সাংসদের সাসপেনশন নিয়ে মুখ খুললেন মমতা

Exit mobile version