Site icon The News Nest

Cyclone Tauktae: ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাউকতাই’, অ্যালার্ট জারি করল IMD

Tauktae

মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করে বলা হয়েছে আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ১৭ মে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকতাই-তে পরিণত হতে চলেছে ৷ ঘণীভূত হচ্ছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ৷ আগামী ১৬ মে আছড়ে পড়বে তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে। এর জেরে দক্ষিণ ভারতে রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিভাগের তরফে জানানো হয়েছে, বেশ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় ৷  গোয়া ও দক্ষিণ কোঙ্কনে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, বর্তমানে আরব সাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে ১৬-১৯ মে ১৫০-১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মনে করা হচ্ছে মাঝে মধ্যে হাওয়ার গতি ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও হতে পারে ৷

আরো পড়ুন: ২ থেকে ১৮ বছর বয়সিদের ওপরে টিকার ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক

তাউকতাই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিম উপকূলবর্তি রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ৷ আইএমডিএ-এর তরফে শনিবার ও রবিবার লাক্ষাদ্বীপে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ১৬ ও ১৭ মে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকারগুলি। নীচু এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকায় যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আধিকারিকদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রস্তুত আছে ভারতীয় নৌবাহিনী। জাহাজ, বিমান, হেলিকপ্টার, বিপর্যয় মোকাবিলা দল, ডুবুরি দলকে প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য সরকারগুলিকেও যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার কেন্দ্রীয় সরকার এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরো পড়ুন: ‘রামরাজ্যে’ গ্রাম প্রধান নির্বাচিত হলেন হাফেজ আজিমউদ্দিন

Exit mobile version