Site icon The News Nest

ভারত থেকে ৩ কোটি ৭০ লক্ষ ভিডিয়ো সরিয়ে নিল টিকটক

tik tok

মঙ্গলবার রিপোর্ট প্রকাশ করে টিকটক জানাল, তাদের নিয়ম লঙ্ঘন করেছে এমন প্রায় সাড়ে ১০ কোটি ভিডিয়ো গোটা বিশ্ব থেকে সরিয়ে নিয়েছে তারা। যার মধ্যে রয়েছে ভারতের ৩ কোটি ৭০ লক্ষ ভিডিয়ো। ওই রিপোর্টে টিকটক আরও জানিয়েছে, অভিযোগ ওঠার সম্ভাবনা ছিল এমন ৯৬.৪৬ শতাংশ ভিডিয়ো তারা আগেই সরিয়ে দিয়েছে। এবং ৯২.৩২ শতাংশ ভিডিয়ো ‘ভিউ’ হওয়ার আগেই তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : OMG! বিছানা নয়, সেক্স চ্যাটেই যৌন চাহিদা মেটান ৬২ শতাংশ ভারতীয় নারী

টিকটক আরও জানিয়েছে, গ্রাহকদের তথ্যের জন্য ৪২টি দেশ থেকে এক হাজার ৭৬৮টি অনুরোধপত্র পেয়েছে তারা। তথ্য সরিয়ে দেওয়া বা আটকে দেওয়ার জন্য ১২১টি সরকারি এজেন্সি থেকে তাদের অনুরোধ করা হয়েছে। যদিও কোন কোন দেশ থেকে এই অনুরোধ এসেছে সে বিষয়ে সবিস্তার জানায়নি টিকটক। টিকটকের প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, ইতালি, জাপান, স্পেন, ব্রিটেন এবং আমেরিকাতে ‘ফ্যাক্ট চেকিং’ প্রোগামও চালু করেছিল তারা।

জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে গত জুনেই টিকটক-সহ ৫৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। একই পথে হেঁটে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকাও। যদিও পরে শর্তসাপেক্ষে টিকটককে সে দেশে ছাড়ের ঘোষণা করেছেন ট্রাম্প। শর্ত দিয়েছেন, সংস্থার বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করবে আমেরিকা। ফলে ফাঁড়া কাটলেও পুরোপুরি সংশয় কাটেনি বলে মত বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে ‘ট্র্যান্সপারেন্সি রিপোর্ট’ প্রকাশ করল টিকটক।

ভারত, আমেরিকা টিকটকের একটা বিশাল বড় বাজার। ভারত ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে সংস্থাটিকে। আমেরিকায় বিষয়টি চুক্তির উপর ঝুলে রয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করবে এটাই স্বাভাবিক ছিল। মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : কলকাতায় রূপান্তরকামীর শ্লীলতাহানি, গ্রেফতার এবং সাসপেন্ড পুলিশ আধিকারিক

Exit mobile version