Site icon The News Nest

Breaking: TikTok, UC Browser-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

tiktok

The News Nest: ভারতে চিনা আগ্রাসনের জবাবে চিনা অ্যাপগুলিকে ব্লক করার দাবি উঠছিল সপ্তাহখানেক ধরে। অবশেষে সেই পথেই হাঁটল ভারত সরকার। জনতার দাবি মেনে মোট ৫৯টি চিনা অ্যাপকে ব্লক করল তারা। তার মধ্যে রয়েছে জনপ্রিয় TikTok ও UC Browser-এর মতো অ্যাপও। এই অ্যাপগুলির মাধ্যে চিনা সংস্থার কাছে ভারতীদের তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন প্রযুক্তিবিদরা।

 ডেটা সিকিউরিটি ও ১৩০ কোটি ভারতীয়র প্রাইভেসি যাতে লঙ্ঘিত না হয়, তার জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মোদী সরকার। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে অনেক অ্যাপই তথ্য চুরি করছে, আইটি মন্ত্রক অনেক দিন ধরেই এই অভিযোগ পাচ্ছিল। ভারতের বাইরে সার্ভারে তথ্য রাখে এই অ্যাপগুলি। যেভাবে সেই তথ্য ব্যবহার করা হয় সেটা ভারতের জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার পরিপন্থী বলে জানিয়েছে কেন্দ্র। 

আরও পড়ুন: ভারত-চিন সংঘাত আবহেই সামনের মাসেই প্রথম দফায় ভারত পাচ্ছে ৬ টি রাফাল

 Indian Cyber Crime Coordination Centre ও স্বরাষ্ট্রমন্ত্রকও এই অ্যাপগুলিকে বন্ধ করার সুপারিশ করে। বিভিন্ন সময় নাগরিক ও রাজনৈতিক দলগুলি থেকেও এই অ্যাপগুলিকে ব্যান করার দাবি উঠেছে। এই সকল দাবির কথা মাথায় রেখে ও যে তথ্য সরকার পেয়েছে যে এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ত্ব ও অখণ্ডতাকে প্রশ্নের মুখে ফেলে দেবে, সব কিছু বিচার করে এগুলিকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

দেখুন পুরো তালিকা- 

১. টিকটক

২. শেয়ারিট

৩.কোয়াই

৪. ইউসি ব্রাউজার

৫. বাইদু ম্যাল

৬. শ্যেন

৭. ক্ল্যাস অফ কিংস

৮. ডিইউ ব্যাটারি সেভার

৯. হেলো

১০0.লাইক

১১.ইউক্যাম মেকআপ

1২.এমআই কম্যুনিটি

১৩.সিএম ব্রাউজার

১৪. ভাইরাস ক্লিনার

১৫.এপাস ব্রাউজার

১৬.রোমউই

১৭. ক্লাব ফ্যাক্টরি

১৮.নিউজ ডগ

১৯. বিউটি প্লাস

২০.উই চ্যাট

২১.UC নিউজ

২২.কিউকিউ মেল

২৩.ওয়েইবো

২৪.যেন্ডার

২৫.কিউকিউ মিউজিক

২৬.কিউকিউ নিউজফিড

২৭. বিগো লাইভ

২৮.সেল্ফি সিটি

২৯.মেল মাস্টার

৩০. প্যারালাল স্পেস

৩১.এমআই ভিডিও কল – শাওমি

৩২.উই সিঙ্ক

৩৩.ইএস ফাইল এক্সপ্লোরার

৩৪. ভিভা ভিডিও -কিউ ভিডিও ইংক

৩৫.মিটু

৩৬.ভিগো ভিডিও

৩৭. নিউ ভিডিও স্টেটাস

৩৮. ডিইউ রেকর্ডার

৩৯. ভল্ট- হাইড

৪০. ক্যাশে ক্লিনার ডিইউ অ্যাপ স্টুডিও

৪১.ডিইউ ক্লিনার

৪২.ডিইউ ব্রাউজার

৪৩.হ্যাগো প্লে ইউথ নিউ ফ্রেন্ডস

৪৪. ক্যাম স্ক্যানার

৪৫. ক্লিন মাস্টার – চিতা মোবাইল

৪৬. ​​ওয়ান্ডার ক্যামেরা

৪৭. ফটো ওয়ান্ডার

৪৮.কিউকিউ প্লেয়ার

৪৯. উই মিট

৫০. সুইট সেলফি

৫১. বাইদু ট্রান্সলেট

৫২.উইমেট

৫৩.কিউ কিউ ইন্টারন্যাশনাল

৫৪.কিউকিউ সিকিউরিটি সেন্টার

৫৫.কিউকিউ লঞ্চার

৫৬. ইউ ভিডিও

৫৭. উই ফ্লাই স্ট্যাটাস ভিডিও

৫৮.মোবাইল লেজেন্ডস

৫৯.ডিইউ সিকিউরিটি

আরও পড়ুন: ‘শ্বাস নিতে পারছি না, হাসপাতাল অক্সিজেন দেয়নি!’ মৃত্যুর আগে ভিডিয়ো বার্তা করোনা রোগীর

Exit mobile version