করোনা সামলাতে ব্যর্থ ট্রাম্প, ভোটযুদ্ধে বন্ধু হোঁচট খেতেই সুর বদল নাড্ডার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্ববাসী দেখেছে। দুই দেশকেই কখন‌ও একে অপরের বিপক্ষে কথা বলতে শোনা যায়নি। এমনকি মার্কিন মুলুকে ভোট শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হোয়াইট হাউসের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মুখ‌ও খোলেন।

কিন্তু মার্কিন ভোটযুদ্ধের ফলাফল অন্য হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আর আমেরিকার রাজনীতির ছবি বদলের ইঙ্গিত পেয়েই সুর বদল ভারতীয় রাজনীতিকদের। যেমনটা শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J.P Nadda) গলায়।

আরও পড়ুন: যোগীর সিএএ মন্তব্যে বেজায় চটেছেন নীতীশ, বিহার ভোটের মাঝেই শরিকি সঙ্ঘাত

বিহারের দ্বারভাঙায় নির্বাচনের প্রচারের সভায় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পারেননি সেটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ করোনা মোকাবিলায় সম্পূর্ণণ ব্যর্থ হয়়েছেন ট্রাম্প ৷ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা থেকে গোটা দেশকে বাঁচিয়েছেন ৷

শনিবার বিহারে ভোটগ্রহণ ৷ তার আগে বৃহস্পতিবার শেষ দফার প্রচারে এসে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে করোনা প্রসঙ্গ টেনে আনেন জেপি নাড্ডা ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর তুলনা করেন নাড্ডা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত দু’দিনে প্রায় রেকর্ড সংখ্যক আমেরিকার বাসিন্দারা করোনায় আক্রান্ত হয়েছেন৷ সেই প্রসঙ্গ টেনেই নাড্ডা বলেন, যা ট্রাম্প পারেননি সেটাই এদেশে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

আরও পড়ুন: হাইকোর্টে অন্তর্বর্তীকালীন ছাড় পেলেন না অর্ণব গোস্বামী, আগামিকাল ফের শুনানি

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest