বছর শেষ হলেই নির্বাচন। তার আগেই উত্তরাখণ্ডে (Uttarakhand) রাজনৈতিক ডামাডোল তুঙ্গে। সে রাজ্যে BJP দলে অসন্তোষের আবহে আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat)। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাপত্র জমা দেন রাওয়াত।
মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেবি রানী মৌর্যর কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘সময় এসেছে ব্যাটন অন্য হাতে তুলে দেওয়ার। আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দিলাম। বুধবার সকাল ১০টায় পরিষদীয় দলের বৈঠকে পরবর্তী নেতা নির্বাচন করা হবে।‘ রাজ ভবন সূত্রে খবর, যতক্ষণ না নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, ততক্ষণ কার্যভার সামলাবেন রাওয়াত।
সূত্রের খবর, বিজেপি বিধায়করা বহুদিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাওয়াতের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাঁর প্রশাসন পরিচালনা আগামি ভোটে বিজেপির বিপক্ষে যেতে পারে। এমনটাই অভিযোগ রাওয়াত বিরোধী শিবিরের। পাশাপাশি আরএসএস-র একটা অংশ তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ। বহুদিন ধরে মন্ত্রিসভার শূন্য পদ পূরণে ক্যাবিনেট সম্প্রসারণ করছেন না মুখ্যমন্ত্রী। এই অভিযোগেই সরব সংঘ কর্তারা। আর এই দুয়ের গ্যাঁড়াকলে পড়ে পদ হারালেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
আরও পড়ুন: ‘লভ জিহাদ’ শব্দে আপত্তি, বেঁকে বসলেন বিজেপি শরিক দুষ্মন্ত
পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে রাওয়াত বলেন, ‘চার বছর ধরে রাজ্যের সেবা করাটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল। যে সুযোগ আমায় দল দিয়েছিল। ছোটো একটি গ্রামের বাসিন্দাকে এই সুযোগ দেওয়ায় দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গত চার বছর ধরে রাজ্যের সেবা করেছি। এখন দল অন্য কাউকে সুযোগ দিতে বলেছে।’
BJP সূত্রে খবর, চার মন্ত্রী-সহ কমপক্ষে ১০ জন দলীয় বিধায়ক ইতিমধ্যেই দিল্লিতে ঘাঁটি গেড়েছেন। জানা গিয়েছে, গত সপ্তাহের শেষে দলের সহ-সভাপতি রমন সিং ও দুষ্যন্ত গৌতমকে পর্যবেক্ষক করে দেরাদুনে পাঠিয়েছিল BJP নেতৃত্ব।অন্যদিকে, এও জানা যাচ্ছে যে, রমন সিং ও দুষ্যন্ত গৌতমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন কয়েকজন মন্ত্রী। রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদ থেকে না সরালে তাঁরা ইস্তফা দেবেন বলেও রীতিমতো হুমকি দিয়েছেন ওই বিক্ষুব্ধ মন্ত্রীরা। সূত্র মারফৎ এও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বদল না করলে আগামী বছরের নির্বাচনে দলের পক্ষে জয়লাভ কঠিন হবে। তবে, এ নিয়ে সরাসরি BJP-র পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এই প্রেক্ষাপটে রাওয়াতের পদত্যাগ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: বাংলা আট দফায় ভোটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ সুপ্রিম কোর্টের