শাহের প্রোফাইল পিকচার ওড়াল টুইটার, বিতর্কের মধ্যে ফের ফিরল ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লাদাখের জিও-লোকেশন ইস্যুতে গত ৯ নভেম্বর টুইটারকে একটি নোটিস পাঠায় মোদী সরকার। জানতে চাওয়া হয়, লাদাখকে জম্মু ও কাশ্মীরের অংশ হিসাবে দেখানোর নেপথ্যে টুইটারের কোন তরফে কী ব্যাখ্যা রয়েছে? শোকজ নোটিশও জারি করেছে কেন্দ্র। তারইমধ্যে বৃহস্পতিবার রাতের দিকে গায়েব হয়ে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার। কিছুক্ষণ পর অবশ্য তা আবার ফিরে হয়ে যায়।

বৃহ্স্পতিবার রাত সাড়ে ১১ টার পর অনেকেই দেখেন, শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেখাচ্ছে না। প্রোফাইল পিকচারে ক্লিক করলে ফুটে উঠছে, ‘মিডিয়া দেখানো হচ্ছে না। এক কপিরাইটধারীর রিপোর্টের ভিত্তিতে এই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে।’ তা নিয়ে বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন: ছ’বছরে সর্বোচ্চ খুচরো মূল্যবৃদ্ধি, খাদ্যের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেশের

কী কারণে শাহের প্রোফাইল পিকচার গায়েব হয়ে গিয়েছে, সেই প্রশ্ন উঠতে থাকে।মিনিট কুড়ির মধ্যে অবশ্য আবারও শাহের টুইটারে অ্যাকাউন্টে ছবি ফিরে আসে। ভুল করে এই কাজ করা হয়েছিল বলে জানিয়েছে টুইটার।

টুইটারের মুখপাত্র জানিয়েছেন যে বিশ্বজনীন কপিরাইট নীতির জেরে অমিত শাহের টুইটার ডিসপ্লে পিকচার তারা সরিয়ে দিয়েছিলেন। কিন্তু খুব দ্রুত সেই ভুল শুধরে নেওয়া হয়েছে ও এখন কোনও সমস্যা নেই বলেই তিনি জানিয়েছেন। অমিত শাহের ছবির আগে বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের ডিসপ্লে নিয়েও একইরকমের পদক্ষেপ নেয় এই সংস্থা।

আরও পড়ুন: শয্যাশায়ী ভারভারা রাও, পরিবারের কাতর আবেদনেও মিলল না জামিন! ভিডিয়ো কলে স্বাস্থ্য পরীক্ষা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest