‘বাংলায় প্রথম দফার ৩০-এর মধ্যে ২৬টি আসন বিজেপির’, দিল্লিতে দাবি অমিত শাহের

বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে বাংলায়, তা কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেই প্রসঙ্গে আগেও বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে এনেছিলেন শাহ। এদিনও তার অন্যথা হয়নি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ম্পন্ন হয়েছে বাংলার প্রথম দফার ৩০ আসনের ভোট। ইতিমধ্যেই প্রথম দফার ভোটকে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে অভিহিত করেছেন বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর রবিবার নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, ‘প্রথম দফায় বাংলায় যে ৩০ আসনে ভোট হয়েছে, তাতে আমরা গ্রাউন্ড লেভেল থেকে যে খবর পাচ্ছি, তাতে ২৬ আসন আমরা পাবই।’

২ মে-র পর বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। এমন ইঙ্গিতও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন। রাজ্যে তোষণের পরিবেশ আর দুর্নীতির রাজনীতি। এর থেকে মুক্তি চায় বাংলা।‘

প্রথম দফার ভোট শান্তিপূর্ণ। এই মন্তব্য করে কমিশনের কৃতিত্বকে কুর্নিশ জানান অমিত শাহ। ‘ওরা ভাল কাজ করেছে। প্রথম দফায় ৮৫% ভোট পড়েছে’, এদিন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামি দফায় ভোটের এই প্রথা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: তীব্র বিরোধিতার মধ্যেই রাজ্যসভায় পাশ দিল্লির প্রশাসনিক ক্ষমতা বিল, ‘গণতন্ত্রের কালো দিন’ বললেন কেজরিওয়াল

তৃণমূল অবশ্য বারবার বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগ তুলেছে। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘বুথে কোনও গোলমাল হয়নি, এতেই তৃণমূলের সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনের উপর কোনও চাপ তৈরি করেনি বিজেপি। দুই বিজেপি নেতার ফোন ট্যাপ করা হয়েছে, কেমন গণতন্ত্র চলছে বাংলায়?’

বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে বাংলায়, তা কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব, ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেই প্রসঙ্গে আগেও বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে এনেছিলেন শাহ। এদিনও তার অন্যথা হয়নি। অসমের প্রথম দফা ভোট ও সেখানকার উন্নয়নের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কী করতে পারি, তা অসমে দেখুন। মহিলাদের, যুবকদের কত উন্নয়ন হয়েছে দেখুন। বিজেপিই পারবে সোনার বাংলা গড়তে।’

যদিও অমিত শাহের সাংবাদিক বৈঠকের পরই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে কটাক্ষ করেন। লেখেন, ‘মোদি-শাহদের এই মনঃস্তাত্ত্বিক খেলা চলবে না। আসন নিয়ে আপনার এই অনুমান গুজরাতের জিমখানায় দেখান। এটা বাংলা। খেলা হবে।’

আরও পড়ুন: জঙ্গলমহলে ভোট মিটতেই NIA-র হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো, গোয়েন্দাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest