ট্রাম্প-বাইডেনের টক্করের প্রভাব ভারতেও, নিম্নমুখী সোনা-রুপোর দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে বাকি সকলের মতো অপেক্ষা করে আছেন লগ্নিকারীরা। এই পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারের মতো ভারতের বাজারেও নিম্নমুখী সোনা (Gold Price) ও রুপোর দাম (Silver Price)।

বুধবার ভারতীয় বাজারে পড়ল সোনা এবং রুপোর দাম। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বুধবার সকাল ৯.২০ মিনিট নাগাদ সোনার মূল্যে ০.৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। ফলস্বরূপ প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫১,৪০২ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে কমেছে ১.২ শতাংশ। রুপোর দাম হয়েছে ৬১,৯২০ টাকা।

আরও পড়ুন : কাজে এল না সাহায্য, মাত্র পঞ্চাশেই স্তব্ধ অভিনেতা ফারাজ খান

গত কয়েকদিনে ভারতীয় বাজারে সোনার সেরকম বড়সড় উত্থান বা পতন হয়নি। তার ফলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে দাম। তবে চলতি বছরে সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তার মধ্যে গত অগস্টে সোনার দর রেকর্ড তৈরি করেছিল।এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৯,৭৫০ টাকা।২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫২,৯৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দর অনেকটাই নিম্নমুখী। বলা চলে গতকাল সবুজ জোনে ছিল সোনা ও রুপো কারণ বাজার বন্ধ ছিল। গতকাল এক সপ্তাহের মধ্যে তলানিতে ঠেকেছিল মার্কিন ডলার। সামনেই ধনতেরাস ও বিয়ের মরশুম। তাই তার আগে নির্মাতা থেকে বিলগ্নীকারী সকলেই তাকিয়ে আছেন সোনালী ও রুপোলী ধাতুর গয়নার দিকে।

দীপাবলীর আগে ধনতেরাস উপলক্ষে কেনাকাটায় বিশেষ অফার দিচ্ছেন অনেকগুলি গয়নার দোকান ও প্রস্তুতকারী। বিভিন্ন ক্রেতারা সোনা, রুপো ও হীরার গয়না কেনাকাটায় পাবেন বিপুল সুবিধা। এমনকি অনেক ক্ষেত্রেই আছে কেনাকাটায় সুদবিহীন এবং বিনামূল্যে বীমার সুবিধা। তবে ইএমআই কেনাকাটার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে সমস্ত কাগজপত্র ঠিকমতো পূরণ করতে হবে তাঁদের।

আরও পড়ুন : মিলল শীতের আমেজ, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমল ২ ডিগ্রিরও বেশি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest