মাস্ক না পরায় বেধড়ক মার, রাস্তায় গড়াগড়ির নির্দেশ!পরিযায়ীদের উপর যোগীর পুলিশের অত্যাচার, দেখুন ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লখনউ: করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা নতুন নয়। বিজেপি শাসিত একাধিক রাজ্য হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাটে একাধিক বার পরিযায়ীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে। আর এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আরও এক নৃশংসতার ছবি উঠে এল। রাস্তায় ফেলে পরিযায়ী শ্রমিকদের মারধরের পাশাপাশি তাঁদের মাটিতে গড়াগড়ি খেতেও বাধ্য করল পুলিশ।

এই অমানবিক দৃশ্যের ভিডিয়ো ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাঠি হাতে পরিযায়ী শ্রমিকদের দিকে এগিয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশের হরিপুরের এক কনস্টেবল ও একজন হোম গার্ড। কিন্তু কেন? পুলিশের দাবি, তাঁরা মুখে মাস্ক পরেননি। কথার অবাধ্য হয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাই শাস্তিস্বরূপ তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। শুধু তাই নয়, প্রবল রোদে ওই শ্রমিকদের রাস্তার উপরই গড়াগড়ি দিতে বাধ্য করা হয়।

ডিওয় দেখা গিয়েছে, এক পুলিশ কর্মী তাঁদের দেখে চিৎকার করছেন। আর থাম‌লেই এসে তাঁদের ব্যাটন দিয়ে মারছেন। আশপাশে দাঁড়ানো অনেককেই দেখা যায় ছবি বা ভিডিও তুলতে। কিন্তু কেউই কোনও প্রতিবাদ করেননি। বরং অনেককেই হাসতে ও মজা পেতে দেখা যায়।

আরও পড়ুন: ভিডিয়ো কলে দেশের রাষ্ট্রপতি, নগ্ন হয়ে স্নান শুরু আমলার! দেখে নিন ভাইরাল ভিডিয়ো

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেশে। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন নেটিজেনরা। ওই কনস্টেবল অশোক মিনাকে ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এই অত্যাচারের ভিডিও আরও একবার প্রকট করে তুলল লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের প্রবল সমস্যার দিকটি। এর আগে সোমবার উত্তরপ্রদেশের আমরোহায় দুই পরিযায়ী পুলিশকে দেখে দৌড়ে গঙ্গায় ঝাঁপ দে‌ন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

২৫ মার্চ থেকে চলছে দেশব্যাপী লকডাউন। লকডাউন শুরু হওয়ার পর লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ, উপার্জন হারিয়ে অসহায় অবস্থায় নিজেদের রাজ্যে ফিরতে পায়ে হেঁটেই দীর্ঘ পথ পেরনোর সিদ্ধান্ত নেন। কোনও যানবাহন না চলায় এভাবেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিতে হয় তাঁদের।

১ মে থেকে দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অনেকেই ট্রেনে গেলেও রাস্তায় এখনও দেখা মিলছে বহু পরিযায়ীর। কেউ কেউ ট্রাকেও গন্তব্যে পৌঁছচ্ছেন। তবে চড়া ভাড়ার বিনিময়ে। তবে বেশির ভাগই পায়ে হেঁটে নিজের গ্রামে ফিরতে চেষ্টা করছেন। গত কয়েক সপ্তাহে বাড়ি ফেরার পথে শতাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: করোনা আতঙ্ক! ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং বন্ধ করতে আসতে চলেছে নয়া নির্দেশিকা?

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest