জন্মদিনের পরদিনই প্রয়াত নবতিপর কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজনৈতিক জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন নবতিপর কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মতিলাল ভোরা (Motilal Vora)। সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  রবিবার রাতে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। গতকালই তাঁর জন্মদিনও ছিল।

কিছুদিন আগে মূত্রনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে ওখলার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিবার সূত্রে খবর, শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এদিন সেখানেই প্রয়াত হন নবতিপর এই কংগ্রেস নেতা।মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ভোরা। উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপালও ছিলেন তিনি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ট্রেজারার হিসাবে ১৬ বছর কাজ করেছেন। প্রবীণ এই দলীয় নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর থেকেও টুইটারে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ছত্তিশগঢ়ে মোতিলাল ভোরার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: Motilal VoraMotilal Vora deathPM Narendra ModiCongressকৃষকদের মন গলাতে মরিয়া কেন্দ্র, আট পাতার চিঠি প্রকাশ

প্রবীণ কংগ্রেস নেতা মোতিলাল ভোহরার প্রয়াণে প্রধানমন্ত্রী টুইট করেন, ‘শ্রী মোতিলাল ভোরাজি কংগ্রেসের প্রবীণতম নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর প্রগাঢ় প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতাপূর্ণ রাজনৈতিক জীবন কয়েক দশক ধরে ব্যাপ্ত ছিল। তাঁর প্রয়াণে শোকাহত হয়েছি। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনাজানাই। ওম শান্তি।’

মতিলাল ভোরার প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, ‘ভোরাজি একজন খাঁটি কংগ্রেসি এবং খুবই ভালো মানুষ ছিলেন। ওঁর কথা আমাদের বড়ই মনে পড়বে। ওঁর পরিবারকে ভালোবাসা ও সমবেদনা জানাই।’

আরও পড়ুন: নতুন রূপে করোনা হানা! ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ব্রিটেন-ভারত উড়ান পরিষেবা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest