লাদাখ সংঘর্ষের ক্ষত এখনও তাজা! তার মধ্যেই সিকিমে হাতাহাতি চিন-ভারত সেনাবাহিনীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: লাদাখ সংঘর্ষের ক্ষত এখনও শুকোয়নি। আজ সোমবারও সীমান্ত বিবাদ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্তরে চিনের চুশুলের মন্ডোতে বৈঠক হয়েছে। তার মধ্যেই সিকিম সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতির ভিডিও ফুটেজ সামনে চলে এল।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, হাতাহাতির মধ্যেই একজন চিনা অফিসারকে সজোরে ঘুষি মারছে এক ভারতীয় জওয়ান। মোবাইল ফোনে সেই ভিডিও তোলা হয়েছে। পাঁচ মিনিট দীর্ঘ সেই ভিডিওতে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা স্পষ্ট ধরা পড়েছে।

এই নয়া ভিডিওয়ে দেখা যাচ্ছে দুই পক্ষের ২৫জন মতো হাতাহাতি করছে  ও ভারতের পাল্লা অনেকটাই ভারি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ভারত ও চিনের সেনার মধ্যে তুমুল বচসা চলছে। দুই তরফের সেনাই চিৎকার করছে ‘গো ব্যাক’ আর ‘ডোন্ট ফাইট’। তুষার ঢাকা এলাকায় তার পার ধাক্কাধাক্কি চলছে দুই বাহিনীর মধ্যে। কিছুক্ষণ পর অবশ্য দেখা গিয়েছে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। এমনকি একজন ভারতীয় অফিসার জানতে চাইছেন যে চিনা অফিসারকে তর্কাতর্কির মাঝে ভারতীয় জওয়ান ঘুষি মেরে দিয়েছিলেন তিনি ঠিক আছেন কিনা।

আরও পড়ুন: বড়ো পদক্ষেপের সংকেত? শিল্প মহলের কাছে চিন থেকে আমদানি করা পণ্যের তালিকা চাইল কেন্দ্র

কবে এই ভিডিওটি শ্যুট হয়েছে তা স্পষ্ট না হলেও এটি যে সাম্প্রতিক সময়ের তা স্পষ্ট, কারণ মাস্ক ব্যবহার করছেন অনেকেই। উত্তর সিকিমের নাকু লার ঘটনা এটা, যেখানে মাসখানেক আগেই বড় হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে। সেখানে ১৫০ জনের মধ্যে লড়াইতে ১১ জন আহত হয়েছিল। 

বস্তুত ওয়েস্টার্ন সেক্টরে লাদাখে এবং ইস্টার্ন সেক্টরে অরুণাচল ও সিকিমে ভারত ও চিনা সেনার মধ্যে এ ধরনের ঘটনা একেবারেই নতুন নয়। টহলদারিকে কেন্দ্র করে আকছার তা লেগেই রয়েছে। কিন্তু লাদাখে গালওয়ান উপত্যকায় গত ৫ মে এবং পরে গত ১৫ জুন যা হয়েছে, তা সাম্প্রতিক কালে নজিরবিহীন। তাতে সীমান্তে উত্তেজনা শুধু বাড়েনি, কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। তা নিয়ে ঘরোয়া রাজনীতিতে কিছুটা চাপেই রয়েছে সরকার। এমনকি কৌশলগত বিশেষজ্ঞরা বলছেন, এই বিবাদ মীমাংসার চেষ্টা এখনই না করা হলে আন্তর্জাতিক ভূ কৌশলগত রাজনীতিতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: বিশ্বের নবম এবং এশিয়ার এক নম্বর ধনী মুকেশ আম্বানি, তাঁর বাড়ি-গাড়ির দাম শুনলে পিলে চমকে যাবে

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest