বিশাখাপত্তনমের শিপইয়ার্ডে ভেঙে পড়ল বিরাট ক্রেন, মৃত অন্তত ১১

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অগাস্টের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ! একটি ক্রেন উল্টে পড়ায় প্রাণ হারালেন অন্তত ১১ জন ৷ আহত আরও বেশ কয়েকজন বলে জানা গিয়েছে ৷

শনিবার বেলা ১২.৩০টা নাগাদ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে (Hindustan Shipyard Limited) এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নতুন আসা একটি ক্রেনের ট্রায়াল চলার সময় আচমকাই সেটি ভেঙে পড়ে। ক্রেনটি ভার বহনে কতটা উপযোগী তাই পরীক্ষা করে দেখছিলেন শিপইয়ার্ডের আধিকারিকরা। সেই সময় তা ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ রোগভোগের পর সিঙ্গাপুুরে প্রয়াত প্রাক্তন সপা নেতা ও রাজ্যসভার সাংসদ অমর সিং

এই ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। ভেঙে পড়া ক্রেনের নীচে চাপা পড়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন অন্ধ্রপ্রদেশের পর্যটনমন্ত্রী এম শ্রীনিবাসা রাও। ডিসিপি সুরেশ বাবু জানিয়েছেন, ‘বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে একটি ক্রেন ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ১১।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ক্রেনের কাছে প্রায় ২০ জন কর্মী উপস্থিত ছিলেন। ক্রেন ভেঙে পড়লে কয়েক জন পালিয়ে বাঁচেন, কয়েক জনের অল্পস্বল্প আঘাত লাগে এবং ১১ জন তার নীচে চাপা পড়ে থেঁতলে যান। এখনও পর্যন্ত তিন কর্মীর দেহ ভেঙে পড়া ক্রেনের তলা থেকে উদ্ধার করা গিয়েছে। বাকি দেহগুলি উদ্ধারের চেষ্টা চলেছে। আহত কর্মীদের স্থানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আর কে মীনা।

আরও পড়ুন: আদালত অবমাননা আইন ‘বাক স্বাধীনতার পরিপন্থী’,বাতিলের দাবিতে মামলা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest