যোগীর ইউপির তুলনায় মমতার বাংলায় বেকারত্ব কম, বলছে রিপোর্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এই করোনাকালে গত মে মাসে বেকারত্বের সর্বকালীন রেকর্ড পাওয়া গেলেও দেশ ও পশ্চিমবঙ্গের বেহাল বেকারত্বের পরিসংখ্যান কিছুটা নিয়ন্ত্রণে এসেছে৷ মে মাসের তুলনায় বাংলায় বেকারত্বের ঊর্ধ্বগতি সূচকে কিছুটা কমানো গেলেও জুনের তুলনায় জুলাই মাসে তা ফের বেশ কিছুটা বেড়েছে।

দীর্ঘ লকডাউনের জেরে দেশের আর্থিক সংকট প্রকট হয়েছে। জীবন-জীবিকার কথা ভেবেই লকডাউন শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা হলেও অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হয়েছে, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র (CMIE) গত জুলাই মাসের রিপোর্টে৷

আরও পড়ুন : সুশান্তের পোস্টমর্টেমের সময় কুপার হাসাপাতালের মর্গে রিয়া! ফাঁস নয়া তথ্য

মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র (CMIE) পরিসংখ্যান বলছে, মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ১৭.৪ শতাংশ৷ দেশে ২৩.৫ শতাংশ৷ গত মার্চ মাসে গোটা দেশে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশের কাছাকাছি৷ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশে৷ মে মাসে তা বে হয় ২৩.৪৮ শতাংশ৷

CMIE রিপোর্ট বলছে, গত ডিসেম্বর মাসে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.২ শতাংশ৷ জানুয়ারি মাসে তা বেড়ে হয় ৬.৯ শতাংশ৷ ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় মাত্র ৪.৯ শতাংশে৷ মার্চে তা বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশ৷

বাংলার পাশাপাশি বেকারত্বের হিসাবে রেকর্ড গড়েছে আরও বেশ কয়েকটি রাজ্য৷ বেকারত্বের হার হরিয়ানা (২৪.৫%), পুদুচেরি (২১.১%), দিল্লি (২০.৩%), হিমাচল প্রদেশ (১৮.৬%), গোয়া (১৭.১%), ত্রিপুরা  (১৬.৪%), রাজস্থান (১৫.২%) সব থেকে বেশি৷ পশ্চিবঙ্গে সার্বিক বেকারত্বের হার ৬.৮ শতাংশ হলেও উত্তর প্রদেশে তা রয়েছে ৫.৫ শতাংশ৷

বেকারত্বের সূচক বাড়তে থাকে মার্চ থেকেই৷ এপ্রিল ও মে মাসে একলাফে বাংলায় বেকারত্বের হার দাঁড়ায় ১৭.৪ শতাংশ, ২০১৬ সাল থেকে যা সর্বোচ্চ৷ শেষ দু’মাসে বাংলায় বেকাত্বের হার কিছুটা কমেছে৷ গত জুনে বাংলায় বেকারত্ব দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ৷ জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশ৷ গোটা দেশে জুলাইয়ের বেকারত্বের হার ছিল ৭.৪ শতাংশ৷

আরও পড়ুন : দিলীপ কুমারের পরিবারের বড় ধাক্কা! করোনা যুদ্ধে হেরে গেলেন ভাই আসলাম খান

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest