Site icon The News Nest

যোগীর ইউপির তুলনায় মমতার বাংলায় বেকারত্ব কম, বলছে রিপোর্ট

mamta jogi

এই করোনাকালে গত মে মাসে বেকারত্বের সর্বকালীন রেকর্ড পাওয়া গেলেও দেশ ও পশ্চিমবঙ্গের বেহাল বেকারত্বের পরিসংখ্যান কিছুটা নিয়ন্ত্রণে এসেছে৷ মে মাসের তুলনায় বাংলায় বেকারত্বের ঊর্ধ্বগতি সূচকে কিছুটা কমানো গেলেও জুনের তুলনায় জুলাই মাসে তা ফের বেশ কিছুটা বেড়েছে।

দীর্ঘ লকডাউনের জেরে দেশের আর্থিক সংকট প্রকট হয়েছে। জীবন-জীবিকার কথা ভেবেই লকডাউন শিথিল করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা হলেও অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হয়েছে, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র (CMIE) গত জুলাই মাসের রিপোর্টে৷

আরও পড়ুন : সুশান্তের পোস্টমর্টেমের সময় কুপার হাসাপাতালের মর্গে রিয়া! ফাঁস নয়া তথ্য

মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র (CMIE) পরিসংখ্যান বলছে, মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ১৭.৪ শতাংশ৷ দেশে ২৩.৫ শতাংশ৷ গত মার্চ মাসে গোটা দেশে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশের কাছাকাছি৷ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশে৷ মে মাসে তা বে হয় ২৩.৪৮ শতাংশ৷

CMIE রিপোর্ট বলছে, গত ডিসেম্বর মাসে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.২ শতাংশ৷ জানুয়ারি মাসে তা বেড়ে হয় ৬.৯ শতাংশ৷ ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় মাত্র ৪.৯ শতাংশে৷ মার্চে তা বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশ৷

বাংলার পাশাপাশি বেকারত্বের হিসাবে রেকর্ড গড়েছে আরও বেশ কয়েকটি রাজ্য৷ বেকারত্বের হার হরিয়ানা (২৪.৫%), পুদুচেরি (২১.১%), দিল্লি (২০.৩%), হিমাচল প্রদেশ (১৮.৬%), গোয়া (১৭.১%), ত্রিপুরা  (১৬.৪%), রাজস্থান (১৫.২%) সব থেকে বেশি৷ পশ্চিবঙ্গে সার্বিক বেকারত্বের হার ৬.৮ শতাংশ হলেও উত্তর প্রদেশে তা রয়েছে ৫.৫ শতাংশ৷

বেকারত্বের সূচক বাড়তে থাকে মার্চ থেকেই৷ এপ্রিল ও মে মাসে একলাফে বাংলায় বেকারত্বের হার দাঁড়ায় ১৭.৪ শতাংশ, ২০১৬ সাল থেকে যা সর্বোচ্চ৷ শেষ দু’মাসে বাংলায় বেকাত্বের হার কিছুটা কমেছে৷ গত জুনে বাংলায় বেকারত্ব দাঁড়িয়েছে ৬.৫ শতাংশ৷ জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশ৷ গোটা দেশে জুলাইয়ের বেকারত্বের হার ছিল ৭.৪ শতাংশ৷

আরও পড়ুন : দিলীপ কুমারের পরিবারের বড় ধাক্কা! করোনা যুদ্ধে হেরে গেলেন ভাই আসলাম খান

 

Exit mobile version