সপ্তাহে মাত্র ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! শীঘ্রই নয়া শ্রমবিধি আনতে চলেছে কেন্দ্র

এর আগে কর্মচারীদের সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের কম করার কোনও নীতি চালু ছিল না।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সপ্তাহে ৪ দিন কাজ করে ৩ দিন সবেতন ছুটি পাবেন চাকুরিজীবীরা। এ ব্যাপারে খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা কার্যকর হতে পারে।

সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শ্রমসচিব অপূর্ব চন্দ্র জানান, সপ্তাহে কতদিন কাজ করানোর পথে হাঁটতে পারে দেশের সংস্থাগুলি, তা নিয়ে তিনটি বিকল্প দেওয়া হবে – দৈনিক ১২ ঘণ্টা ভিত্তিতে সপ্তাহে চারদিন, প্রতিদিন ১০ ঘণ্টার মতো কাজ করলে সপ্তাহে পাঁচদিন এবং সপ্তাহে ছ’দিন কাজ করলে দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। যাঁরা সপ্তাহে চারদিন কাজ করবেন, তাঁরা তিনদিন ছুটি পাবেন। পাঁচদিন কাজ করলে নয়া সপ্তাহ শুরুর আগে দু’দিন ছুটি দিতে হবে। আর সপ্তাহে ছ’দিন কাজ করলে একদিন ছুটি মিলবে। তবে কেন্দ্রীয় শ্রমসচিব জানিয়েছেন, কোনও বিধি মেনে চলতে নিয়ে কর্মী বা সংস্থাকে জোরাজুরি করা হবে না। দেশের কর্মসংস্কৃতিতে যে পরিবর্তন আসছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শুধুমাত্র কর্মবিধির ক্ষেত্রে নমনীয়তার ব্যবস্থা করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়মে কিছু পরিবর্তন করা হবে।

শ্রমসচিব বলেন, ‘নিয়ম তৈরি করার কাজ ইতিমধ্যে চলছে এবং আগামী সপ্তাহে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। নিয়মবিধি তৈরির কাছে সবপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শীঘ্রই চারটি শ্রমবিধি – মজুরি বিধি, শিল্পকাজের ক্ষেত্রে সুরক্ষা বিধি, স্বাস্থ্য ও কাজের পরিবেশের বিধি এবং সামাজিক সুরক্ষা বিধি আনার জন্য তৈরি থাকবে মন্ত্রক।’

আরও পড়ুন: Chakka Jam: দিল্লি উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ, হিংসা রুখতে সতর্ক কৃষকরাও

এর আগে কর্মচারীদের সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের কম করার কোনও নীতি চালু ছিল না। নতুন প্রস্তাব দেশের সংস্থা এবং কর্মীদের সেই সুযোগ দেবে। নতুন বিধির ব্যাপারে কিছু কিছু বদলের কথা জানাবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্য। তাদের বদলগুলির কথা জেনে তারপরই চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছেন অপূর্ব।

একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মী, পরিযায়ী শ্রমিক-সহ অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের নথিভুক্ত করার জন্য আগামী জুনের মধ্যেই একটি অনলাইন পোর্টাল চালু করার কাজ করছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর্মীদের স্বাস্থ্য, বাড়ি, বিমা, খাদ্য প্রকল্প-সহ যাবতীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে সাহায্য করবে সেই পোর্টাল। সেইসঙ্গে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় এক বছরের জন্য তাঁদের দুর্ঘটনা এবং প্রতিবন্ধকতা জনিত ইনসেনটিভ প্রদান করা হবে।

এর আগে কর্মচারীদের সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের কম করার কোনও নীতি চালু ছিল না। নতুন প্রস্তাব দেশের সংস্থা এবং কর্মীদের সেই সুযোগ দেবে। নতুন বিধির ব্যাপারে কিছু কিছু বদলের কথা জানাবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্য। তাদের বদলগুলির কথা জেনে তারপরই চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছেন অপূর্ব।

আরও পড়ুন: গুলাম নবি আজাদের রাজ্যসভা থেকে অবসর, চোখে জল ‘বন্ধু’ মোদীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest