Site icon The News Nest

নকল নারীবাদী তকমা, সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোল নেহা ধুপিয়া

neha Dhupia

ওয়েব ডেস্ক: পুরোনো এক ভিডিওর জেরে শুক্রবার দিনভর সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হলেন নেহা ধুপিয়া। কিছুদিন আগে শুটিং হওয়া এম টিভি রোডিজ অনুষ্ঠানের বিচারক ছিলেন তিনি। সেখানকার একটি ভিডিও এদিন ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। যার জেরে এদিন দিনভর ট্রোল হতে হয় তাকে।

ভিডিওটিতে দেখা গেছে, এক প্রতিযোগী বলছেন তাঁর বান্ধবী ৫ জন পুরুষের সঙ্গে মিলে তাঁকে প্রতারণা করেছিল। একথা জানার পর তিনি তাঁর বান্ধবীকে চড় মেরেছিলেন। একথা শোনার পরই নেহা ভয়ানক রেগে যান। তিনি বলেন, কোনও পুরুষের অধিকার নেই কোনও মহিলাকে চড় মারার। সেই মহিলাটি যাঁর সঙ্গে ইচ্ছা তাঁর সঙ্গে থাকতে পারে। এই ভিডিও দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে নেটিজেনরা। নেহাকে ‘নকল নারীবাদী’ আখ্যা দিয়ে শুরু হয় ট্রোল।লাগাতার কঠাক্ষ করা হতে থাকে তাঁকে। ভাইরাল হতে থাকে মেমে।

আরও পড়ুন: এবার রিমেকের তালিকায় ‘দ্য বার্নিং ট্রেন’, পরিচালক জ্যাকি ভাগনানি

দেখে নিন সেই ভিডিও-

 

উল্লেখ্য, রোডিজের নতুন এপিসোড খুব তাড়াতাড়ি এম টিভিতে সম্প্রচারিত হবে। নেহা ছাড়াও বাকি বিচারকরা হলেন -প্রিন্স নারুলা, রণবিজয় সিং, নিখিল চিনাপ্পা ও রাফতার।

Exit mobile version