ওলিকে শিক্ষা দিতে নেপালি তরুণের মাথা ন্যাড়া করে ‘জয় শ্রী রাম’ স্লোগান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অযোধ্যা তাদের দেশে। দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী। বেজায় চটেছে ভারতের গেরুয়া শিবির। তার পরিণতিতে নেপালের তরুণ নাগরিকের মাথা কামিয়ে, তাতে কালি দিয়ে রাম নাম লিখে তাঁকে দিয়ে জোর করে নেপাল-বিরোধী স্লোগানের সঙ্গে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ উঠল বারাণসীর সংগঠন ‘বিশ্ব হিন্দু সেনা’র বিরুদ্ধে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নেপালি তরুণকে নিগ্রহের ভিডিয়োটি রেকর্ড করার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সংগঠনের আহ্বায়ক অরুণ পাঠক। নিজের ফেসবুক প্রোফাইলেও ভিডিয়োটি পোস্ট করেছেন অরুণ। এর পরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়।

ভিডিয়োয় অজ্ঞাতপরিচয় ওই নেপালি তরুণকে দেখা গিয়েছে নদীর ধারে একটি বন্ধ ম্যানহোলের উপরে বসে থাকতে। তাঁকে দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি এবং নেপালের বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করা হয়েছে।

সংগঠনের সদস্যদের চাপে ভারতে নেপালের নাগরিকদের জীবনযাপনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি নেপালি ভাষায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর পর সদস্যদের বলে দেওয়া স্লোগান ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ বার বার চেঁচিয়ে বলেছেন ওই তরুণ।

আরও পড়ুন : তাঁদের যৌনতার আবেদনে সরগরম নেটপাড়া, করোনা যুদ্ধে অক্লান্ত এই দুই নার্স!

সম্প্রতি ‘নেপালেই আসল অযোধ্যা ছিল’ বলে বিতর্কের সূত্রপাত করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি। তারই জেরে নেপালের নাগরিককে এমন হেনস্থা করা হয়েছে জানিয়ে ফেসবুকে অরুণ পাঠক নিজের ও তাঁর সংগঠনের এই পদক্ষেপের সমর্থনে যুক্তি সাজিয়েছেন।

শুধু তাই নয়, তাঁর ভক্তকূলকে অরুণ উস্কানি দিয়েছেন যাতে, নেপালের কোনও নাগরিককে হাতের কাছে পেলে তাঁর মাথা কামিয়ে রাম নাম লিখে দিতে হবে। এ ভাবেই নেপালের প্রধানমন্ত্রীর বেয়াদপির বিরুদ্ধে বার্তা দেওয়া জরুরি বলেও দাবি বারাণসীর হিন্দুত্ববাদী নেতার।

শুক্রবার বারাণসী পুলিশ জানিয়েছে, ঘটনায় বেলুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় নেপালের নাগরিকের হেনস্থার ভিডিয়ো দেখে অনেকেই সমালোচনা করেছেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এর জেরে এবার কাঠমান্ডুর সুপ্রাচীন পশুপতিনাথ মন্দিরের হিন্দু পুরোহিতদেরও তাড়াতে পারে নেপাল সরকার।

আরও পড়ুন : ‘আসল’ অযোধ্যা খুঁজতে নামল নেপাল! ভুরু কুঁচকে নজর রাখছে গেরুয়া শিবির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest