নেতাজির এই 10 টি বাণী, যা প্রতিটি দেশবাসীর রক্তে আজও ঢেউ তোলে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিদ্বেষের বাতাবরণ তৈরীর চেষ্টা হচ্ছে দেশজুড়ে। বাড়ছে ধন বৈষম্য। কয়েকটি পরিবার দেশকে লুটেপুটে খাচ্ছে। তাদের এই লুটে-পুটে খাওয়াকে উন্নয়নের নাম করে বৈধতা দেওয়া হচ্ছে। দেশের মাটি একটি বৃহৎ আদর্শকে কেটি বিষেয় রাজনৌতিক দলের সংকীর্ণ আদর্শ দিয়ে সংগায়িত করার চেষ্টা হচ্ছে। এমন অবস্থায় সত্যিই দেশকে বাঁচাতে নেতাজির আদর্শ দরকার।

আরও পড়ুন: ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কী? জেনে নিন কিভাবে Online-এ চেক করবেন

দেখে নিন উজ্জীবিত করা নেতাজির 10 টি বাণী

  1. ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব।’
  2. ‘টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।’
  3. ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।
  4. ‘আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্র, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।’
  5. নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।
  6. জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।
  7. নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।
  8. মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।
  9. প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মত।
  10. স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।

আরও পড়ুন: হোয়াইট হাউস ছেড়ে বিলাসবহুল রিসর্টে উঠলেন ট্রাম্প, কিন্তু ‘ছেড়ে গেলেন’ মেলানিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest