ওয়েব ডেস্ক: ওয়ান ডে সিরিজে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে দুরমুশ করার পর এবার ২ ম্যাচের টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে ছাড়ল কিউয়িরা৷ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড৷ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে কোহলিদের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী হল নিউজিল্যান্ড। কার্যত আড়াই দিনের মধ্যেই শেষ হল ক্রাইস্টচার্চ টেস্ট।
প্রথম টেস্টে কোনও সুযোগই পাননি বিরাটরা। দ্বিতীয় টেস্টে অবশ্য যথেষ্ট সুযোগ পেয়েছিলেন। প্রথম ইনিংসে ভারতীয়রা বল করেছিলেন। টেল কাঁটায় বিদ্ধ হলেও সাত রানে এগিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই সুযোগটাই নিতে পারলেন না অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়ালরা।
https://twitter.com/ICC/status/1234309409033117696
অথচ ক্রাইস্টচার্চে বল যে তেমন সুইং করছিল তেমনটা মোটেই নয়। বরং রিচার্ড হ্যাডলির দেশের বোলাররা ভারতীয়দের মানসিকতা নিয়ে ছিনিমিনি খেললেন। বিশ্বের এক নম্বর টেস্ট দলের যে মানসিকতায় গলদ কতটা আছে, তা সবার সামনে তুলে ধরলেন ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা। যার নিটফল, দ্বিতীয় ইনিংসে ১২৪ রানেই অলআউট হয়ে গেল ভারত। তিনজন ছাড়া দুই অঙ্কের স্কোর পেরোলেন না কেউই। ফলে জয়ের জন্য কিউয়িদের মাত্র ১৩২ রান দরকার ছিল।
ম্যাচে কিছুটা থাকার জন্য শুরুতেই নিউজিল্যান্ডের দু-তিন উইকেট তুলে নেওয়ার দরকার ছিল। কিন্তু সেই কাজটাই করতে পারলেন না ভারতীয় বোলাররা। যখন কিউয়িদের প্রথম উইকেট পড়ল, তখন জয়ের জন্য দরকার মাত্র ২৯ রান। এরপর আরও দু’উইকেট পড়লেও কিউয়িরা যে চাপে থাকবেন, সেই পুঁজিটাই ছিল না ভারতের হাতে। সে কথাটা অনুভব করেছিলেন বিরাটও। তাই নিজেও বল করলেন।
শেষপর্যন্ত তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নিয়ে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ কিউয়িদের গায়ে ‘চোকার্স’ তকমা সেঁটে দিয়েছিল। আর তারপর ঘুরে দাঁড়িয়ে একদিনের ও টেস্ট সিরিজ পকেটে পুরে নিলেন তাঁরা। ক্রাইস্টচার্চকে মুখে আঙুল দিয়ে চুপ করিয়েছিলেন কোহলি। বিদেশের মাটিতে হারের রেকর্ড গড়ে আজ তাঁরই মুখ বন্ধ হয়ে গেল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ জয়ের ফলে ১২০ পয়েন্ট পেল নিউজিল্যান্ড। তারা উঠে গেল তিন নম্বরে। সাত ম্যাচে কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট এখন ১৮০। নয় ম্যাচে ৩৬০ পয়েন্টে ভারত অবশ্য এক নম্বরেই রয়েছে। আর ১০ ম্যাচে ২৯৬ পয়েন্টে অস্ট্রেলিয়া রয়েছে দুইয়ে।
গোটা নিউজিল্যান্ড সফরে নিজের চেনা ছন্দে ধরা দিতে পারেননি কোহলি। তাঁর ধুকতে থাকা পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু প্রথম টেস্ট হারের পর ভাঙলেও মচকাননি কোহলি। বলেছিলেন, তিনি ভালই খেলছেন। তবে সোমবার ভারত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পর অনেকটাই সুর নরম অধিনায়কের। তাই আর টস হারের দোহাই না দিয়ে নিজেদের ভুলগুলোকেই তুলে ধরলেন।তাঁর বিরাটের ব্যাখ্যা, “ওয়ানডে-তে তাও আমরা লড়াই করেছিলাম। রান করতে পেরেছিলাম। কিন্তু এখানে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। বোলাররা এত ভাল পারফর্ম করার পরও তাই কোনও লাভ হল না। ফিরে গিয়ে দেখতে হবে কোথায় কী ভুল ত্রুটি হল। তারপর সেসব ভুল শুধরে নিতে হবে। নিউজিল্যান্ড এই আবহাওয়ায় নিঃসন্দেহে দারুণ খেলেছে। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ওরা।”
নেটাগরিকরা অবশ্য ভারতের আত্মসমর্পণ নিয়ে সোচ্চার। কেউ কেউ তো এর জন্য দু’মিনিট নীরবতার প্রস্তাবও দিয়েছেন। কেউ কেউ আবার বেতন কাঠামো পরিবর্তনের দাবি তুলেছেন। বিরাট কোহালির নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। কোচ রবি শাস্ত্রীকেও খোঁচা দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
Nothing has changed from 2011 test debacles. No improvements, no learnings, Won 5 T20Is and lost all ODIs and Tests. No wonder this team failed 5 times to win WorldCup! It's not about winning,Can this team try not make same mistakes again in next series ? NOPE #INDvsNZTestCricket
— Balakrishna Nandigam (@imkrishh) March 2, 2020
This is the greatest Indian team according to our coach #RaviShashtri who happen to win a lot of meaningless matches but almost always come up short in the ones that matter. @bhogleharsha Disappointed. #NZvIND
— Pallav Arya (@arya_pallav) March 2, 2020