ফাঁসি আটকাতে ফের দিল্লি হাইকোর্টে নির্ভয়ার দণ্ডিতরা, শুরু জরুরি ভিত্তিতে শুনানি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: চতুর্থ মৃত্যু পরোয়ানা অনুযায়ী ফাঁসিতে স্থগিতাদেশ দেয়নি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আপিল করলেন নির্ভয়াকাণ্ডে তিন দণ্ডিতের আইনজীবী এ পি সিং। জরুরি ভিত্তিতে সেই মামলা শুনবে বিচারপতি মনমোহনের নেতৃ্ত্বাধীন বেঞ্চ।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশে বিকেল ৫টার মধ্যে আস্থাভোট মধ্যপ্রদেশে, আগামিকালই ভাগ্য নির্ধারণ কমল নাথের

বৃহস্পতিবার সকালে নির্ভয়ার চার ধর্ষক-খুনির ফাঁসি রদের আরজি খারিজ করে দিয়েছে ট্রায়াল কোর্ট। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ করে সন্ধ্যায় দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় অভিযুক্তের মধ্যে তিন জন। এ দিন সন্ধ্যায় দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি আধিকারিককে কাছে ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন দাখিল করেন নির্ভয়ার ধর্ষক-খুনিদের আইনজীবী। সঙ্গে সঙ্গে সেটি রেজিস্ট্রি দফতরের তরফে প্রধান বিচারপতির নজরে আনা হয়। বিচারপতি মোহনের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে প্রধান বিচারপতি মার্ক করে দেন। মুকেশ সিং ছাড়া বাকি তিন দণ্ডিত অক্ষয় কুমার সিং, পবন গুপ্ত ও বিনয় শর্মা এই আর্জি জানায়। মুকেশ সিং ছাড়া বাকি তিন দণ্ডিত অক্ষয় কুমার সিং, পবন গুপ্ত ও বিনয় শর্মা এই আর্জি জানায়। আপিলে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি আধিকারিকদের মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চের কাছে শুনানির আর্জি জানানো হয়। যদিও তা বিচারপতি মনমোহন ও বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চের কাছে পাঠান প্রধান বিচারপতি ডি এন প্যাটেল।

আরও পড়ুন: রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী

এই দিনের শুরুতে নির্ভয়ার ধর্ষক-খুনিদের দাখিল করা ফাঁসি বন্ধ করার আবেদন খারিজ করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ মার্চ, শুক্রবার, ভোর সাড়ে ৫টায় ২০১২-র নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে ইতোমধ্যে মৃত্যু পরোয়ানা বেরিয়েছে। সেই অনুসারে তিহাড় অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) এবং মুকেশ সিংকে (৩২) জেলে ফাঁসিতে ঝোলানো হবে বলে স্পষ্ট করে দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট কি রায় দেয়, সে দিকে তাকিয়ে বিভিন্ন মহল।

 

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest