Site icon The News Nest

ফের জারি পরোয়ানা, আগামী ২০ মার্চ ভোর ৫.৩০টায় ফাঁসি হবে নির্ভয়ার দণ্ডিতদের

nirvaya

নয়াদিল্লি: আগের তিনবার মৃত্যু পরোয়ানা জারি সত্ত্বেও আটকে গিয়েছে ফাঁসি। এদিন আবারও মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির আদালত। আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার দণ্ডিতদের মৃ্ত্যদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে খুশি নির্ভয়ার পরিবার।

আইনজীবী মহল সূত্রে খবর, চারজনের কারোরই কোনও আইনি সহায়তা পাওয়ার রাস্তা আর খোলা নেই। ফলে ২০ মার্চ চারজনের ফাঁসি হতে কোনও বাধা থাকল না। ইতিপূর্বে ৩ মার্চ চারজনের ফাঁসি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়।

আদালতের রায়ে ক্ষুব্ধ নির্ভয়ার চার দোষীর আইনজীবী এ পি সিং। তিনি ফের একবার আইনি লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী নির্ভয়ার পরিবারকে কুৎসিত কটাক্ষ করেন তিনি।তাঁর কথায়, “ইতিপূর্বে চার দোষীর বিরুদ্ধে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার মারা হবে?”

আরও পড়ুন: করোনাভাইরাস: জেনে নিন মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম

একইসঙ্গে তিনি নির্ভয়ার পরিবারের বিরুদ্ধেও কুৎসিত আক্রমণ করেন। এ পি সিং-এর কথায়, “আর কত টাকা পেলে চার দোষীর ফাঁসির দাবিতে থেকে সরে আসবে নির্ভয়ার পরিবার?”

 

 

Exit mobile version