দেশের সেরা কলেজের প্রথম দশে জেভিয়ার্স-রামকৃষ্ণ মিশন,সাতে-পাঁচে রইল কলকাতা-যাদবপুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: আগের বছর দেশের সেরা ১০ কলেজের মধ্যে বাংলার দুই কলেজ ছিল। এবারও সেই ধারা বজায় রাখল রাজ্য। বরং উন্নতি হল র‌্যাঙ্কিংয়ে। দেশের সেরা কলেজের তালিকাতে সপ্তম স্থান যুগ্মভাবে দখল করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

বৃহস্পতিবার ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০’ (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’। প্রথম দশে জায়গা করে নিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে (কলকাতা) এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)।

আরও পড়ুন : এলাকা দখলের লড়াই, বর্ধমানে গোষ্ঠী সংঘর্ষে নিহত যুবক

পড়ানোর গুণগতমান, গবেষণার মান, জনসাধারণের কাছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা সহ মোট পাঁচটি মাপকাঠির ভিত্তিতে গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালিকা প্রকাশ করছে। যার নাম “ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক।”

গত বছর দশম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার তারা তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। জেভিয়ার্সের ঠিক পিছনেই রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। গতবারের তুলনায় সেই কলেজও র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এসেছে।

বৃহস্পতিবারই তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে প্রথম ১৫-তে রয়েছে কলকাতা যাদবপুর এবং আইআইটি খড়গপুর। উল্লেখযোগ্য বিষয়, এ বছর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় একধাপ করে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে গিয়ে ১১ ও ১২ নম্বর স্থান দখল করেছে। আইআইটি খড়গপুর অবশ্য পঞ্চম স্থান দখল করেছে।

যদিও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পঞ্চম স্থান দখলে রাখতে পারলেও একধাপ নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় গতবারের নিরিখে। গতবছর কেন্দ্রের বিচারে ৬ নম্বর স্থানে থাকলেও এ বছর ৭ম স্থানে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮৮ নম্বরে স্থান পেয়েছে উত্তর কলকাতার বেথুন কলেজ এবং ৯৪ নম্বরে স্থান পেয়েছে দক্ষিণ কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ। যদিও এর পাশাপাশি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ ২০তম স্থান ও লরেটো কলেজ ৭৫ তম স্থান দখল করেছে কেন্দ্রের তালিকাতে। তবে  দেশের সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইএসটি শিবপুরকে পিছনে ফেলে এগিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন : লাগাতার তৃতীয় দিন বাংলায় কমলো নয়া করোনা কেসের সংখ্যা

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest