Site icon The News Nest

সরকার গোনেনি তাই কেউ মরেনি?’ পরিযায়ী মৃত্যু নিয়ে তোপ রাহুলের

RAHULGANDHI on gst

সোমবারই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে,লকডাউনের সময় কতজন পরিযায়ী শ্রমিক (migrant workers) কাজ হারিয়েছেন এবং কতজনের মৃত্যু হয়েছে, সে সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই। কেন্দ্রের এই বয়ান নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো কাটাছেঁড়া চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, “পরিযায়ীদের মৃত্যু সকলেরই নজরে এসেছে। কিন্তু মোদি সরকারের উপরেই তার কোনও প্রভাব পড়েনি। এটা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন : কেমিক্যাল দিয়ে ধর্ষকদের নপুংসক করে দেওয়া উচিত, মত ইমরান খানের

পরিযায়ী শ্রমিকদের প্রতি সরকারের মনোভাবে তিনি যে ক্ষুব্ধ, তা রাহুল বুঝিয়ে দিয়েছেন এক টুইটে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাঁর সঙ্গে গিয়েছেন ছেলে রাহুল। বিদেশ থেকে তিনি এদিন হিন্দিতে টুইট করে বলেন, “মোদী সরকার জানে না, লকডাউনের সময় কতজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। কতজন চাকরি হারিয়েছেন, তাও সরকার জানে না।”

সরকারের উদ্দেশে তিনি লিখেছেন, “তোমরা যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মরেনি?” তাঁর মতে, সবচেয়ে দুঃখের কথা হল, সরকার মানুষের প্রাণহানিতে কিছু মনে করে না। সারা বিশ্ব পরিযায়ীদের মরতে দেখেছে। কিন্তু সরকার কিছু জানে না।

পরিযায়ীদের সমস্যা নিয়ে এর আগেও টুইট করেছেন রাহুল। গত মে মাসে দিল্লিতে এক ফ্লাইওভারের ওপরে কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে তিনি দেখা করেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কটাক্ষ করে বলেন, “রাহুল ড্রামাবাজি করছেন।” পরে তিনি বলেন, “পরিযায়ীদের সঙ্গে বসে সময় নষ্ট না করে রাহুল বরং তাদের সুটকেস বহন করুন। তাদের সঙ্গে হাঁটুন। কংগ্রেস শাসিত রাজ্যগুলি বাড়তি ট্রেনের জন্য আবেদন করুক। তাতে আরও বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক বাড়ি পৌঁছতে পারবেন।”

লকডাউনের পর এই প্রথমবার সংসদের অধিবেশন বসল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সংসদে স্পষ্ট জানিয়ে দেয়, পরিযায়ী শ্রমিকদের মধ্যে কতজন মারা গিয়েছেন, সে ব্যাপারে সরকারের কাছে কোনও তথ্য নেই। তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন : গত চার বছরে ৩৮ জন ব্যাংক জালিয়াত চম্পট দিয়েছে সংসদে স্বীকার কেন্দ্রের

Exit mobile version