হার্টের অপারেশন পর আশঙ্কাজনক অবস্থায় কিম! নজর রাখছে মার্কিন গোয়েন্দারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ একটি অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনিত হয়েছে৷ মার্কিন গোয়েন্দা বিভাগ সূত্রের খবর৷

গত সপ্তাহে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের পিতামহের জন্মদিবস পালিত হয়েছে ঘটা করে। প্রতিবারই এই উৎসবের মধ্যমণি হিসাবে উপস্থিত থাকেন একনায়ক। কিন্তু এবার তাঁকে দেখা যায়নি। তখনই অনেকের সন্দেহ হয়, কিম কি গুরুতর অসুস্থ? এরপর একটি ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, কিছুদিন আগে কিম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর দেহে অস্ত্রোপচার হয়েছে। তার পরে তিনি দ্রুত সেরে উঠছেন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সেরে ওঠার খবর ঠিক নয়। সম্ভবত কিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ৩৬ বছর বয়সী কিম খুব বেশি ধুমপান করেন। 

আরও পড়ুন:  বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ছাড়াল, মৃত ১ লাখ ৬২ হাজার

কিম সম্পর্কে যে ওয়েবসাইটটি খবর দিয়েছে, তার নাম ডেলি এন কে। দক্ষিণ কোরিয়ার ‘ইউনিফিকেশন মিনিস্ট্রি’ ওই সাইটটি চালায়। আমেরিকার ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্র্যাসি নামে সংস্থাটি ওই সাইটটিকে সাহায্য করে। তারা বলেছে, কিমের স্বাস্থ্য নিয়ে এখনই বেশি জল্পনা-কল্পনা করা ঠিক নয়। চলতি বছরে তিনি ১৭ বার জনসমক্ষে হাজির হয়েছেন। তবে কয়েক সপ্তাহ হল তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN সম্প্রতি মার্কিন গোয়েন্দা দফতরের সঙ্গে যোগাযোগ করেছে৷ সূত্রের খবর, কিমের শারীরিক অবস্থা খারাপ৷ তবে উত্তর কোরিয়ার অন্দরের খবর পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত চাপের৷ তাই এখন ঠিক কেমন আছেন কিম, তা জানা যাচ্ছে না৷

প্রসঙ্গত, ২০০৮ সালে উত্তর কোরিয়ার ৬০তম জন্মদিনে একই ভাবে কিম জং ইল( কিম জং উনের বাবা) অনুপস্থিত ছিলেন৷ জানা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ পরে জানা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে৷ এরপর ২০১১ সাল পর্যন্ত তিনি প্রায় শয্যাশায়ী ছিলেন৷

আরও পড়ুন:  তিন দশকের ইতিহাসে এই প্রথম! কানাডায় হামলা বন্দুকবাজের, মৃত কমপক্ষে ১৬

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest