ওয়েব ডেস্ক: সম্প্রতি নুসরতের একটি টিকটক ভিডিয়ো নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়। এর মাঝেই রবিবার মায়ের সঙ্গে ইফরাতের ছবি পোস্ট করলেন টলিগঞ্জের এই জনপ্রিয় তারকা তথা বসিরহাটের তৃণমূল সাংসদ।
নিয়ম মেনেই দেখা গেল নানা ফল দিয়ে সাজানো প্লেট সামনে রাখা রয়েছে। ছিল অনান্য জলখাবারও।এদিন হলুদ সলোয়ার কামিজে ধরা দিলেন নুসরত। মায়ের রমজানের দ্বিতীয় ইফতারের এই ঝলক প্রকাশ্যে এনেছেন নায়িকা।ছবির ক্যাপশনে নুসরত লেখেন ‘ইফতারের সময়…!!’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন ইবাদত, রোজা, পরিবারের সঙ্গে সময় এবং বিশ্বের জন্য প্রার্থনার মতো শব্দগুলো।
View this post on InstagramIftar Time..!! #ibadat #fasting #familytime #prayfortheworld
A post shared by Nusrat (@nusratchirps) on
আরও পড়ুন: করোনার ছোঁয়া! দীপিকা- প্রিয়াঙ্কাদের হারিয়ে গুগল সার্চে প্রথম ‘বেবি ডল’ কণিকা
রমজানের শুভেচ্ছা জানিয়ে নুসরত আর্জি রেখেছিলেন করোনা সংকটে এবছর ঘরে থেকেই প্রার্থনা করতে। তিনি বলেন, ‘আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গেলে আমাদের বাড়ির ভিতরেই থাকতে হবে। আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে দুহাত তুলে দোয়া করবেন গোটা পৃথিবী যেন এই করোনা নামক ভাইরাসের হাত থেকে রক্ষা পায়।… এই সময়টা একে অপরের পাশে থাকার সময়।.. সবাইকে জানাই রমজান মুবারক’।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে নুসরতের একটি টিকটক ভিডিয়ো। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিয়োযব্লু ক্রপ টপ ও ডেনিম শর্টসে নুসরতের শরীরি মোচড় অনেক নেটিজেনদের চোখেই কুরুচিকর ঠেকেছে। করোনা সংকটে যখন বসিরহাটে খাবারের দাবিতে বিক্ষোভ চলছে তখন সাংসদের এহেন আচরণ কতটা যুক্তিযু্ক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। দেখে নিন ভিডিওটি-
@nusratchirps #Savage #savagechallenge #fyp let’s do it @mimichakraborty86 @srabantigintu my #savagegirls
♬ Savage – Megan Thee Stallion
যদিও এই সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন নুসরত। তাঁর সাফ বক্তব্য, ‘শিল্পীর কাজ সবসময় বিনোদনের রসদ জুগিয়ে যাওয়া। হ্যাপি ট্রোলিং, ট্রোলারস’।
আরও পড়ুন: এবার স্নানের ভিডিও শেয়ার করলেন বলি অভিনেত্রী! মুহূর্তে ৬০০ মিলিয়ন ভিউ, দেখুন ভিডিও
One Response
Abbas laskar