রিলায়েন্স, আদানিরা সরাসরি ভোটে দাঁড়ালে তো পারে, তাতে ‘আত্মনির্ভরতা’ বাড়ে !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রদীপ আচার্য

দিনকাল বদলেছে। বিশ্বাস হচ্ছে না বুঝি? কেন আচ্ছে দিন টের পাননি? তবে ? একদম আরবান নকশালদের মত কথা বলবেন না। যদি আচ্ছে দিন ধরতে না পারেন , সেটা আপনার ফল্ট। তার জন্য কোম্পানি দায়ী নয়।

ভালো কথা মনে করিয়েছেন। শুনছি আজকাল না কি সবই কোম্পানি। সরকার আর জনগনের জান-মালের দায়িত্ব নিতে পারবে না। ভক্তরা বলছেন সেটাই ভালো। এতে আমরা ‘আত্মনির্ভর’ হব। দেশের প্রধানমন্ত্রী তেমনটাই বলেছেন।

কি আপদ? এতে আবার কিন্তুর কি আছে ! মোদী বাবু যখন বলছেন, তখন ‘ডরনেকা নেহি।’ উনি সবকা বিকাশ করছেন। সবকা বিশ্বাস জিতে নিয়েছেন। রাম মন্দিরের কাজ শুরু করে দিয়েছেন। মুকেশ আম্বানি বিশ্বের চতুর্থ ধনী ব্যাক্তি হয়েছেন। কার সময়ে ? লজ্জা করে না এখনও আপনারা শাসক দলের নীতি এবং মোদীর নানা কাজের সমালোচনা করেন ! কোন মুখে করেন ? লজ্জা শরম কি নিলামে তুলেছেন?

আরও পড়ুন : কেন্দ্রের কাজের ভাষা কেবল হিন্দি ও ইংলিশ কেন, প্রশ্ন করল সুপ্রিম কোর্ট

কত্তা সাহস দেন তো একটা কথা জিজ্ঞাসা করি। বলছি, সরকার যখন বেসরকারি কোম্পানির ওপর আমাদের জান-মালের সব দায়িত্ব দিয়ে দিয়েছে, তাহলে সরকারের কাজ কি? বলছি ওমন চোখ পাকিয়ে দেখছেন কেন? কিছু কী ভুল বললাম? তাহলে সরকার করবেটা কি ? বরং যদি আম্বানি ,পতঞ্জলি  আদানি, গোয়েঙ্কা , বিড়লাদের মত বড় বড় কোম্পানি গুলো ভোট দাঁড়ায় তাহলেই তো ভালো হয়। জনগনের হ্যাপা কমে। যে কাজ দেবে চাকরি তার। কোম্পনির নিশ্চয় রাম-রাবন চ্যাপ্টার থাকবে না !

সরকার মাঝখান থেকে ‘ভাত দেবার ভাতার নয়, কিল মারবার গোসাঁই’ সাজতে যাচ্ছে কেন। যদি না পারবে, সোজা বলে দাও। আমরা তখন কোম্পানিকেই ডাইরেক্ট ভোট দেব। আমরা তোমাকে ভোট দেব, আর তুমি আত্মনির্ভতার নাম করে বেসরকারি করণের মন্ত্র শোনাবে, একী ভালো কথা কত্তা! আপনি কি বলেন? যা করবে সোজাসুজি কর। বাঁশ তুমি অদ্যাবধি ঝাড়ে কেন এস আমাদের …।

আমাদের ছোট মাথা। কাজকাম বুঝি। রুজি রুটি বুঝি। হিংসা বিদ্বেষ চাই না। মন্দির হলে যদি মানুষের কাজ হত, তাহলে বলতুম মন্দিরই হোক দেশজুড়ে। কিন্তু তা তো হবে না শুনছি। উপরুন্তু মন্দিরের জন্য নাকি টাকা চাইছে। শুনেছি বিবেকানন্দ নাকি বলেছিলেন খালি পেটে ধম্ম হয় না। ধম্ম হয় কি না জানা নেই। তবে এটা বুঝেছি দেশের লোক  আধপেটে থাকলেও রাম মন্দির হয়।

তবে আপনি কিন্তু আমার ওই কথাটার উত্তর দিলেন না। কোম্পানিই যদি সব করবে তাহলে আমরা পাটিকে ভোট দিয়ে সরকার বানাবো কেন ?আমরা কোম্পানিকে ভোট দিয়ে বেসরকার বানাবো। আহা ! আবার রাগ করলেন বুঝি !

আরও পড়ুন : দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী, নয়া রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest