বাড়বে লকডাউন বললেন মোদী, ঘোষণা করলেন ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। তার আগে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরদেশে বাড়ছে লকডাউনের মেয়াদ। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, চতুর্থ পর্যায়ের লকডাউনের নিয়মবিধি নিয়ে ১৮ মে’র আগে আপনাদের জানানো হবে। মোদী বলেন চতুর্থ দফার লকডাউন পুরোপুরি আলাদা প্রকৃতির হবে।

এদিন ফের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন মোদী।কবে আসছে দ্বিতীয় আর্থিক প্যাকেজ? দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে নিজেই দ্বিতীয় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন :ভারতের আকাশসীমা লঙ্ঘন করে চিনা কপ্টার, জবাব ভারতীয় সেনার

মঙ্গলবাআরও পড়ুন :র জাতির উদ্দেশে ভাষণে মোদী জানান, ভারতকে আত্মনির্ভর করে তুলতে হবে। সেটাই হবে অগ্রগতির উপায়। আর আত্মনির্ভর ভারতের গড়ার ক্ষেত্রে কোনগুলি মূল ভিত্তি হবে, তারও বিস্তারিত ব্যাখ্যা দেন মোদী। তিনি বলেন, ‘আত্মনির্ভর ভারতের গড়ার জন্য পাঁচটি মূল স্তম্ভ আছে। সেগুলি হল – অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, জনসংখ্যা এবং চাহিদা।’

আর সেই আত্মনির্ভর ভারত ধারণার বাস্তবায়নের জন্য দ্বিতীয় আর্থিক প্যাকেজের ঘোষণা করেন মোদী। তিনি বলেন, ‘আজ যে আর্থিক প্যাকেজের ঘোষণা হচ্ছে, তার সঙ্গে আগেরটা জুড়ে দিলে, তা প্রায় ২০ লাখ কোটি টাকার। যা ভারতের জিডিপির প্রায় ১০ শতাংশ। এর মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী, আর্থিক প্রতিষ্ঠানগুলি ২০ লাখ কোটি টাকার আর্থিক সাহায্য পাবেন।’

কিছু দিন আগে যে আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপও কাজে এসেছে। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, ‘আত্মনির্ভর ভারতের পাঁচটি স্তম্ভ -অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি, চাহিদা। জমি, শ্রম, নগদের জোগান এবং আইনের উপর জোর দেবে এই আর্থিক প্যাকেজ। যা ছোটো ব্যবসা, পরিযায়ী শ্রমিক, কৃষকদের সাহায্য করবে। ক্ষুদ্র, মাঝারি এবং ছোটো শিল্পকে সহায়তা করবে। সংগঠিত-অসংগঠিত ক্ষেত্র, পশুপালক, পরিযায়ী শ্রমিক, কৃষক – সবার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক প্যাকেজে।’

আরও পড়ুন : সুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দু’দিন পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest