Site icon The News Nest

‘আপনাদের জন্য আমরা গর্বিত’, করোনায় এয়ার ইন্ডিয়ার লড়াইকে কুর্নিশ পাকিস্তানের

airindia web

নয়াদিল্লি: মুম্বই থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান। পাকিস্তানের সীমারেখায় ঢুকতেই অভাবিত প্রশংসা শুনলেন পাইলট। উল্টো দিকে পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। পাইলট শুনলেন, ‘আস্সালাম ওয়ালাইকুম, করাচির এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এয়ার ইন্ডিয়াকে স্বাগত জানাচ্ছে। আমরা গর্বিত।’

আরও পড়ুন: হাইড্রক্সিক্লোরোক্যুইন দ্রুত আমেরিকায় পাঠান প্লিজ, ভারতের থেকে ওষুধ চেয়ে মোদিকে ফোন ট্রাম্পের

লকডাউন শুরু হওয়ার পর ভারতে আটকে পড়া ইউরোপীয়দের ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছে দিতে বিমান চালাচ্ছিল এয়ার ইন্ডিয়া। পৌঁছে দিচ্ছিল ত্রাণসামগ্রীও। এই পরিস্থিতিতে পড়শি পাকিস্তানের কাছ থেকে প্রশংসা শুনে স্বাভাবিক ভাবেই খুশি এয়ার ইন্ডিয়ার পাইলট। সংবাদসংস্থা এএনআইকে ওই সিনিয়র ক্যাপ্টেন বলেন, ‘এটা আমার এবং গোটা এয়ার ইন্ডিয়া পরিবারের কাছে গর্বের মুহূর্ত। ফ্র্যাঙ্কফুর্টে বিশেষ বিমান নিয়ে পাকিস্তানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ঢুকতেই অন্যরকম অভিবাদন পাই।’

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, গত ২ এপ্রিল তাদের একটি বিমান মুম্বই থেকে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল। পাকিস্তানের আকাশসীমায় ঢোকার পর সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন পাইলটরা। প্রথমে উত্তর না আসায় ফ্রিকোয়েন্সি বদলে ফের যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। পাকিস্তান এটিসি থেকে এ বার উত্তর আসে— ‘পাকিস্তানের আকাশে স্বাগত আপনাদের।’ পাক এটিসি থেকে এর পর বলা হয়, ‘এ রকম একটা অতিমারির আবহেও কাজ চালিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য আমরা গর্বিত।’

আরও পড়ুন: দেশে করোনা-আক্রান্ত বেড়ে ৩৩৭৪, মৃত্যু ৭৭ জনের

এয়ার ইন্ডিয়াকে আকাশপথ ব্যবহার করারও অনুমতি দিয়েছে পাকিস্তান। এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়, করাচির আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়ায় উড়ানপথের ১৫ মিনিট সময় বেঁচে গিয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন ইরানের আকাশপথে ঢোকে, সে দেশের এটিসির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পাইলটরা। তখন পাকিস্তান এটিসি ইরানের সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানের যোগোযোগ করিয়ে দেয়। অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে ইরানও সহযোগিতা করে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ফলে নির্ধারিত সময়ের অনেকটা আগেই ফ্রাঙ্কফুর্টে পৌঁছে যায় বিমানটি।

পাকিস্তান পেরিয়ে ইরানে ঢোকার পরও বিস্ময় অপেক্ষা করছিল এয়ার ইন্ডিয়ার পাইলটের জন্য। তাঁর অভিজ্ঞতা, ‘ইরান এটিসি এক হাজার মাইলের জন্য সরাসরি অনুমতি দিয়ে দেয়। আমার গোটা কেরিয়ারে এরকম কখনও হয়নি।’ পশ্চিম এশিয়ার কোনও দেশই একটানা এতটা রাস্তার জন্য একবারে অনুমতি দেয় না। একমাত্র নিজেদের দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত বিমান ছাড়া।ইরান পেরিয়ে তুরস্ক হয়ে জার্মানিতে ঢোকে এয়ার ইন্ডিয়ার বিমান। সব এটিসিই এই পরিস্থিতির মধ্যে উড়ানের জন্য ধন্যবাদ দেয় এয়ার ইন্ডিয়াকে।

আরও পড়ুন: কোভিড সংক্রমণ থেকে দেশ বাঁচলেও বিদ্বেষ থেকে বাঁচবে কি? প্রশ্ন সর্বত্র

Exit mobile version