ইসলামাবাদ: কয়েক দিন আগেই অবশ্য অন্য সুর ছিল ইমরানের গলায়। তাঁর হুঁশিয়ারি ছিল কাশ্মীর ইস্যুতে যত দূর যাওয়া যায়, পাকিস্তান যাবে। নিজের বক্তব্য থেকে এ বার ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন ইমরান।
সোমবার লাহোরে শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইমরান বলেন, “ভারত-পাকিস্তান দু’ দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে তা গোটা দেশের কাছেই ভয়ংকর। তাই আমাদের দিক থেকে কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না।”
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পরমাণু অস্ত্র নিয়ে গত কয়েক দিন ধরে সুর চড়িয়েছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, ‘‘পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।’
পরে লাহৌরে গভর্নরের বাসভবনে শিখেদের এক জমায়েতে ইমরান বলেন, ‘‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।’’ তিনি বলেন, ‘‘আমি ভারতকে বলতে চাই যুদ্ধ কোনও সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।’’