আগামী বছর ১ম থেকে ৮ম শ্রেণিতে ঢালাও পাশ, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনাভাইরাসের সতর্কতায় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে স্কুল স্তরে নতুন ক্লাসের পঠনপাঠন আড়াই মাস হতে না হতেই বন্ধ হয়ে যায়। কতদিন এই পরিস্থিতি চলবে তা কেউ জানে না। তাই স্কুল শিক্ষায় বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার।

আরও পড়ুন: করোনা ত্রাণে দু’‌বছরের বেতন দান করলেন গৌতম গম্ভীর

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, “শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে রয়েছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। কাউকে আটকানো হবে না”। শিক্ষামন্ত্রী এ কথা আগামী বছরের জন্য বলেছেন বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ ও নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী বছর প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানো হবে। যে ছাত্র-ছাত্রী ক্লাস ওয়ানে পড়ে সে যেমন দ্বিতীয় শ্রেণিতে উঠবে তেমন যে এইটে পড়ে সে ক্লাস নাইনে উঠবে। শিক্ষা মন্ত্রীর কথায়, সবাই নতুন ক্লাসে প্রমোশন পাবে। কাউকে আটকে রাখা হবে না।
নাকতলার বাড়ি থেকে ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী আরও বলেন, “নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে।” উদাহরণ দিয়ে তিনি বলেন, ইন্টারনেট, ইমেল বা দূরদর্শনের মাধ্যমে তাঁদের পঠনপাঠন দেওয়া যায় কিনা তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা শিক্ষা দফতরের আধিকারিকরা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলে তা ঘোষণা করা হবে।

গত কয়েকবছর ধরেই শিক্ষাবর্ষ জানুয়ারি মাসে শুরু হয়। বার্ষিক পরীক্ষা হয়ে যায় নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে। ফল বেরোয় বড়দিনের ছুটি পড়ার আগে। সেই অনুযায়ী এই ঘোষণা আগামী বছরের জন্য বলেই মনে করছেন অনেকে।অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা নতুন করে চালু হয়েছে গত দু’বছর। ২০১৯ শিক্ষাবর্ষে সেই নিরিখেই পরের ক্লাসে উত্তরণ হয়েছে।

আরও পড়ুন: খাবার-ওষুধ নেই, লকডাউনের জেরে গোয়ায় আটকে ক্যানসার আক্রান্ত অভিনেত্রী নাফিসা আলি

Gmail

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest