ওয়েব ডেস্ক: করোনার আবহেও ফের ভিনগ্রহী যান বা ইউএফও নিয়ে জোর চর্চা মার্কিন মুলুকে! ইতিহাস বলছে এই প্রথমবার এমনটা হল। মার্কিন প্রতিরক্ষার আঁতুরঘর পেন্টাগন নিজে থেকে মহাকাশে এক রহস্যময় বস্তুর ভিডিও প্রকাশ্যে এনেছে।
এই বস্তুর দৃশ্য ঘিরে একাধিক জল্পনা চড়তে শুরু করেছে। মার্কিন নেভি পাইলটদের প্রশিক্ষণের সময় তোলা এই ভিডিও করোনার আবহেই কেন মার্কিন সেনার সদর দফতর তুলে ধরল , তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। ইউএফও নিয়ে এতকাল মহাকাশ বিজ্ঞানকেন্দ্রগুলি বিভিন্ন তথ্য বা ভিডিও প্রকাশ্যে এনেছে। বেশ কিছু কল্পবিজ্ঞান তা নিয়ে নিয়মিত চর্চা করেছে।তবে এই প্রথমবার কোনও দেশের সরকার সেই ভিডিওকে প্রকাশ্যে আনল। করোনার আবহে আমেরিকায় যখন মৃত্যু মিছিল অব্যাহত, তখন এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।
"Look at that thing!"
— ABC News (@ABC) April 27, 2020
Pentagon declassifies three previously leaked top secret U.S. Navy videos of "unexplained aerial phenomena"—and that some believe could show UFOs. https://t.co/YTuvaPHykM pic.twitter.com/YaKImrnl5M
আরও পড়ুন: বাড়িতে রেখেও চিকিৎসা করা যাবে কোভিড আক্রান্তের, মমতার সিদ্ধান্তের পথেই কেন্দ্র
তবে যে ভিডিও মার্কিন নেভি তুলে ধরেছে তা নতুন নয়। এটি ২০০৪ ও ২০১৫ সালের। এখন প্রশ্ন হল সেই পুরনো ভিডিও বর্তমানে সংকটকালে তুলে ধরে কী বোঝাতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন?
সম্প্রতি মহাকাশে একটি সিলিন্ডার আকৃতির অদ্ভুত বস্তু পৃথিবীর ওপরেই আবর্তনকারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা গেছে। বস্তুটিকে ‘এলিয়েন সিলিন্ডার’ হিসেবে অভিহিত করছেন আগ্রহীরা। এমনটাই জানিয়েছে ফক্স নিউজ।মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বা নাসার লাইভ ফিড থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সিসি ক্যামেরার ছবি দেখা যায়। তা থেকেই এ রহস্যময় সিলিন্ডারটি শনাক্ত করেন আগ্রহীরা। ইউএফও এক্সপার্ট হিসেবে দাবিদার কয়েকজন ব্যক্তি এ সিলিন্ডারটি দেখে তা নিয়ে অনুসন্ধান শুরু করেন। ইউএফও এক্সপার্টরা জানান, মহাকাশেই এটি প্রথমে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছাকাছি চলে আসে। এরপর তা দৃষ্টির বাইরে চলে যায়।
আরও পড়ুন: এ বার ইউপির মন্দিরের মধ্যে কুপিয়ে খুন দুই সাধুকে, বিজেপিকে পাল্টা আক্রমণ শিবসেনার