লন্ডন: সব ইয়াদ রাখা জায়েগা! সিএএ প্রতিবাদে উত্তাল ভারতবর্ষে প্রতিবাদীদের মুখে-মুখে ঘোরাফেরা করছিল এই কবিতা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের লেখা সেই কবিতা এ বার পাঠ করে শোনালেন প্রোগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’-এর সৃষ্টিকর্তা রজার ওয়াটার্স। পাঠ করলেন, ‘Everything will be remembered; everything recorded’।
কালজয়ী ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’, প্রতিবাদী গানে বিশ্বের ভীত নাড়িয়ে দেওয়ার অন্যতম নাম, এদিন আবারও নিজের স্বতন্ত্রতার প্রমাণ দিল।লন্ডনের একটি ইভেন্টে জনপ্রিয় মিউজিশিয়ান উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা-সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে সোচ্চার হন। প্রতিবাদ সভায় বক্তৃতা রাখতে উঠে রজার বলে ওঠেন, ‘জুলিয়ানের জন্য আজ এই প্রতিবাদে আমরা শামিল ঠিকই,কিন্তু প্রতিবাদ সংকীর্ণ হয় না। আমরা বিশ্বজুড়ে ঘটে চলা এই আন্দোলনের অংশ। বিশ্বকে প্রকৃত জ্ঞানের আলোয় উজ্জ্বল করে তোলার সফর শুরুর এটাই মুহূর্ত। এই সময় এই ভঙ্গুর বিশ্বের মারাত্মক ভাবে প্রয়োজন এই জ্ঞানের আলো।’
এর ঠিক পরেই রজার বলেন, ‘এক অজ্ঞাতপরিচয় যুবকের লেখা কবিতা এখন পাঠ করব। ছেলেটির নাম আমির আজিজ। দিল্লির এক কবি এবং সমাজকর্মী আমির, যে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদী সরকারের ফ্যাসিস্ট এবং বর্ণবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করে চলেছে। আর তার পরই আমিরের বিশ্ববিখ্যাত সেই কবিতার অনুবাদ পাঠ করেন পিংক ফ্লয়েড ব্যান্ডের মূল গিটার প্লেয়ার রজার ওয়াটার্স। কবিতাটিকে বর্ণনা করেন ‘ভারতীয় গণমানস থেকে উৎসৃত স্বর’ হিসেবে, ‘শেকল ভাঙার গান’ হিসেবে। আমিরকে তিনি ‘ফ্যাসিবাদী ও জাতিবিদ্বেষী আইনের বিরুদ্ধে সংগ্রামরত এক তরুণ কবি’ বলে বর্ণনা করেন।
লন্ডনের সেই প্রতিবাদ সভায় আমিরের কবিতা পাঠ করার পরই রজার বলেন, ‘ভবিষ্যত উজ্জ্বল বাচ্চা ছেলেটার।’ সঙ্গে সঙ্গে সভায় করতালিতে ফেটে পড়েন প্রতিবাদরত মানুষজন।
শুনুন রজারের কণ্ঠে কবিতা পাঠ
Roger Waters of Pink Floyd reads Aamir Aziz's 'Sab Yaad Rakha Jayega' and slays Narendra Modi. #DelhiRiots2020 pic.twitter.com/LAsDDD01Sq
— Samiran Mishra (@scoutdesk) February 27, 2020
প্রতিবাদী কণ্ঠ হিসেবে রজারের আজ কিংবদন্তি। ১৯৭০ দশকের বিশ্বময় ঝোড়ো হাওয়ায় ভেসে বেড়িয়েছিল তাঁর রচিত ও গীত গানগুলি। যুদ্ধ বিরোধীতা থেকে মগজ-নিয়ন্ত্রণের রাজনীতি— সব কিছুর বিরুদ্ধেই তিনি কলম ধরেছেন, গিটার ধরেছেন। দেওয়ালের একটা ইট হয়ে বেঁচে থাকা অস্তিত্বকে ভাঙতে শিখিয়েছে তাঁর গান। আজ ‘আজাদি’-র স্লোগানেও সামিল তিনি। বোঝা যাচ্ছে দমনকারী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে আজও পিছপা নন এই ৭৬ বছরের যুবক।
দেশজুড়ে সিএএ প্রতিবাদের সময়েই ব্যাপক ভাইরাল হয়েছিল আমির আজিজের লেখা এই কবিতা। শাহীন বাগে এমনকী কলকাতাতে এসেও সে কবিতা পাঠ করে শুনিয়েছিলেন আমির। তারও কয়েক প্রহর আগে জামিয়ায় পুলিশি অত্যাচারের বিরুদ্ধেও আমির সোচ্চার হয়ে লিখেছিলেন, ‘জামিয়া কী লড়কিয়া!’
আমির আজিজের কণ্ঠে শুনুন কবিতা।