‘আত্মনির্ভর ভারত’ গড়তে দেশীয় অ্যাপ তৈরির চ্যালেঞ্জ নমোর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: আত্মনির্ভর ভারতের কথা আগেই বলেছেন তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ৫৯টি চিনা অ্যাপ বাতিল করার পরে শনিবার ভারতের তথ্য প্রযুক্তিবিদদের ‘আত্মনির্ভর ভারতের জন্য নতুন কোড’ আবিষ্কারের জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন লিংকেডিন-এ ‘আসুন আত্মনির্ভর ভারতের লক্ষ্যে কোড করি’ শীর্ষক এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘যদি আপনাদের কাছে তেমন কোনও পণ্য থাকে অথবা যদি আপনাদের মনে হয় যে আপনাদের মধ্যে সেই দূরদৃষ্টি ও দক্ষতা রয়েছে এমন কোনও পণ্য তৈরি করার, তা হলে এই চ্যালেঞ্জ আপনাদের জন্য। প্রযুক্তি ক্ষেত্রে থাকা আমার সকল বন্ধুকে অংশগ্রহণ করতে আর্জি জানাচ্ছি।’

আরও পড়ুন : আটকাবে রোগ, হবে স্টাইল! পরবেন নাকি সোনার মাস্ক? জেনে নিন দাম…

প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমরা সকলেই আমাদের বাজারের বিশাল সম্ভাবনার কথা জানি এবং বাজারের চাহিদা পূর্ণ করতে পারলে পণ্য কোন পর্যায়ে পৌঁছবে, তার ধারণাও আমাদের আছে। বর্তমানে দেশে তৈরি অ্যাপ নির্মাণ, উন্নয়ন ও প্রচারে স্টার্ট-আপ ও প্রযুক্তির দুনিয়ায় কী প্রবল উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি।’

তিনি লিখেছেন, ‘আজ, যখন সারা দেশ আত্মনির্ভর ভারত গঠন করতে পরিশ্রম করছে, তখন সেই প্রচেষ্টা ও কঠিন শ্রম ও তাঁদের অ্যাপ তৈরি করার যাবতীয় উদ্যমকে বিরাট সুযোগ দিতে চলেছে এই উদ্যোগ যা আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশজ পণ্যকে শ্রেষ্ঠ আসন দিতে পারে।’

মোদী জানিয়েছেন, ‘নতুন অ্যাপ তৈরির জন্য এই ক্ষেত্রগুলিতে বিরাট সম্ভাবনা রয়েছে, যা ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে। আমরা কি অ্যাপ-এর সাহায্যে সনাতন ভারতীয় খেলাগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে পারি? আমরা কি অ্যাপ-এর মাধ্যমে নির্দিষ্ট বয়েসের জন্য শিক্ষা ও গেমিং ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত ও দ্রুত সমাধান তৈরির চেষ্টা করতে পারি? আমরা কি কাউন্সেলিংয়ে থাকা মানুষের পুনর্বাসনের জন্য গেমিং অ্যাপ তৈরি করতে পারি? এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর সঠিক ভাবে দিতে পারে শুধুমাত্র প্রযুক্তি।’

অনেকে বলছেন এইভাবে রাতারাতি সবকিছু হয় না। তাতে রাজনীতি হতে পারে। কিন্তু অর্থনীতিতে আবেগের জায়গা নেই। তা কঠিন বাস্তব। প্যাটেলের মূর্তি গড়ার সময় মোদী সব কাজটা ভারতীয়দের জন্য ছেড়ে দিলেন না কেন ? কেনই বা নিজে বার বার পেটিএমের হয়ে বিজ্ঞাপন করলেন?

উনি তো জানতেন এতে কি পরিমাণ চিনা ইনভেস্টমেন্ট রয়েছে। তাছাড়া আর একটা প্রশ্ন সঙ্গতভাবে উঠছে যে প্রধানমন্ত্রীর বিদেশ কূনৈতিক সফরের পিছনে যে বিপুল টাকা খরচ হল তার আউটপুটই বা কি। এই বিদেশ সফরের সাফল্য সামনে রেখে বিজেপি লোকসভা ভোট প্রচার করেছিল। এর জবাব যারা চাইতে পারে সেই মিডিয়া এখন চিয়ার গার্লের ভূমিকায়। প্রধানমন্ত্রী সজোরে নিঃস্বাস নিলেও তারা গদগদ হয়ে নেত্য করার উপক্রম হয় ? সরকারের সব কাজের জবাব এরা রাহুলের কাছে চাই। একটা সরকারের এটা অন্যতম বড় সাফল্য তো বটেই !

আরও পড়ুন : Delhi Violence: মুসলিমের উপর হামলা চালাতে হোয়াটসঅ্যাপে প্ররোচনা হিন্দুদের, ‘জয় শ্রীরাম’ না বললেই খুন

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest