করোনা আতঙ্ক : সংক্রমণের আশঙ্কায় হোলি অনুষ্ঠানে যোগ দেবেন না প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: রাজধানীতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাস আতঙ্ক। এই পরিস্থিতিতে যে কোনও জমায়েত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই কারণে চলতি বছর দোলের কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না তিনি। এদিন টুইট করে সে কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চিন থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং থেকে শুরু করে সন্দেহভাজনদের আলাদা করে রাখা— যাবতীয় প্রস্তুতি নেওয়া সত্ত্বেও দেশে করোনার প্রভাবমুক্ত করা গেল না। দেশে সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তার পরেই প্রধানমন্ত্রীর টুইট।প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করতে বড় জমায়েত নিষেধ করছেন সারা বিশ্বের বিশেষজ্ঞরা। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর হোলির মিলন উৎসবে যোগ দেব না।’’

আরও পড়ুন: করোনা ভাইরাস কী এবং কীভাবে ছড়ায়? জেনে নিন প্রতিরোধের বিস্তারিত উপায়

অথচ মঙ্গলবার প্রধানমন্ত্রীই করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলেছিলেন। টুইটারে তিনি লিখেছিলেন, ‘‘করোনা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছি। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সবাই মিলে এক সঙ্গে কাজ করতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন।’’ কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, তার একটি তালিকাও শেয়ার করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: করোনা সারবে গোবর এবং গোমূত্রে, আজব দাবি অসমের বিজেপি বিধায়কের

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তিনিও একই ভাবে হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না। অমিতের টুইট, ‘‘হোলি ভারতবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু করোনাভাইরাসের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, হোলি মিলন উৎসবে যোগ দেব না।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest