নয়াদিল্লি: এমনিতেই ঝিমোচ্ছিল দেশের দেশের অর্থনীতি। তাকে চাঙ্গা করার নানা টোটকা দিচ্ছিলেন অর্থমন্ত্রী নির্মলা। কিন্তু ঝিমুনি কাটেনি। ম্যানমেড নোটবন্দি থেকে কভিড হামলা। দিশেহারা বিশ্ব অর্থনীতি।দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে দ্বিতীয় আর্থিক প্যাকেজের সুপারিশ দিয়েছেন একাধিক অর্থনীতিবিদ। সেই সুপারিশের প্রেক্ষিতে আর্থিক পরিস্থিতি পর্যালোচনায় শনিবার একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ একাধিক মন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন তিনি।এই মুহূর্তে দেশের অর্থনীতি সচল রাখতে দ্বিতীয় কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা জরুরি কিনা, আলোচনার বিষয়বস্তু ছিল সেটাই।
আরও পড়ুন: ২০০টি পরিবারকে ইফতারের সামগ্রী পাঠালেন মিমি, লাইভ স্ট্রিমিং করে জানালেন রমজানের শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইতিমধ্যে জিএসটি আদায়ের একটা খসড়া পরিসংখ্যান দফতরে জমা পড়েছে। সেই পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও মন্ত্রকের তরফে বিস্তৃত পরিবেশনা শনিবার সন্ধ্যার মধ্যে জমা পড়বে পিএমও-তে এমনটাই দাবি মন্ত্রক সূত্রে। সেই পরিস্থিতির মধ্যেই অর্থ মন্ত্রক বাজারের গতি ও আর্থিক স্থিতাবস্থা বজায়ে কী পদক্ষেপ নিতে চলেছে, সে বিষয়ে এদিন আলোচনা হয়েছে।
বিনিয়োগের পরিবেশ তৈরিতে কী ভূমিকা নিতে পারে নানা মন্ত্রক? সেই বিষয়ে এমএসএমই, অসামরিক বিমান পরিবহণ, শ্রম ও বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরোয়া আর বিদেশী বিনিয়োগের পরিবেশ তৈরি করে আর্থিক গতি সচল রাখতে মরিয়া সব মন্ত্রক। এমনটাই কেন্দ্রীয় সূত্রে খবর। এদিকে, দেশে এখনও পর্যন্ত একদিনের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ২,২৯৩ জন। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৭,৩৩৬ জন। অত্যন্ত সংক্রামক কোভিড-১৯ এর কবলে পড়ে মারা গেছেন মোট ১,২১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন।
আরও পড়ুন: তবলিগ জামাতের ৩০০ সদস্য প্লাজমা দিচ্ছেন, টুইট করায় আমলাকে শোকজ